Adani Group: বিশ্ববিদ্যালয় গড়ার জন্য আদানির ১০০ কোটি টাকা ফেরাল রাজ্য
Adani Group: দেশের বেশ কয়েকটি রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের সরাকারি আদিকারিকদের প্রায় ২২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘুষ কেলেঙ্কারির অভিযোগ জর্জরিত আদানি গোষ্ঠী। এনিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এরকম এক পরিস্থিতিতে আদানিদের দেওয়া ১০০ কোটি টাকা ফেরাল তেলঙ্গানার কংগ্রেস সরকার। ওই টাকা দেওয়া হয়েছিল রাজ্যে একটি স্কিল ইউনিভার্সিটি তৈরির জন্য।
আরও পড়ুন-দেশের ২ রাজ্যের মধ্যে চলে এই ট্রেন, গত ৭৫ বছর ধরে কোনও টিকিট লাগে না
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, ইয়ং ইন্ডিয়া স্কিল ইউনিভার্সিটির জন্য কোনও আদানি গ্রুপের কাছে থেকে কোনও অনুদান নেয়নি। সরকার আদানি গ্রুপকে জানিয়ে দিয়েছে যে স্কিল ইউনিভার্সিটি গড়ার জন্য তাদের দেওয়া ১০০ কোটি টাকা নিতে অপারগ।
সোলার বিদ্যুত্ তৈরির বরাত পাওয়ার জন্য অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির লোকজনকেও ঘুষ দিয়েছে আদানি গ্রুপ। এমনই অভিযোগ উঠেছে। এদিকে,
আমেরিকার আইনজীবীদের অভিযোগ ছিল সরকারি আধিকারিকদের প্রায় ২২৫০ কোটি টাকা ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রকল্পের বরাত পেতে চেয়েছিলেন গৌতম আদানি। মার্কিন মুলুক থেকে সেই অভিযোগ এবারে এসে পৌঁছেছে সুপ্রিম কোর্টে।
দেশের বেশ কয়েকটি রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের সরাকারি আদিকারিকদের প্রায় ২২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। ওই ঘুষ দেওয়া হয়েছিল ওইসব রাজ্যের আধিকারিকদের। এমনটাই অভিযোগ। গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর-সহ মোট ৭ জনের বিরুদ্ধে আমেরিকায় পাঁচটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই গৌতম এবং সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উল্লে্খ, ভারতের বিভিন্ন রাজ্যের আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু 'আদানি গ্রিন এনার্জি' আমেরিকার বাজার থেকে শেয়ারে টাকা তুলেছিল। তাই মামলা হয়েছে মার্কিন আদালতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)