কাশ্মীরে সেই জঙ্গি হানা, সেই রক্তপাত, খতম বিদেশী জঙ্গিরা
ফের জঙ্গিহানার ঘটনা ঘটল কাশ্মীর উপত্যকায়। অভিযোগের তির পাকিস্তানের দিকে। পুঞ্চ আর হান্দওয়ারা সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় গতকাল রাত থেকে। হান্ডওয়ারার নওগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ইতিমধ্যেই খতম তিন বিদেশী জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও। বাকিদের খোঁজে তল্লাসি শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ওয়েব ডেস্ক: ফের জঙ্গিহানার ঘটনা ঘটল কাশ্মীর উপত্যকায়। অভিযোগের তির পাকিস্তানের দিকে। পুঞ্চ আর হান্দওয়ারা সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় গতকাল রাত থেকে। হান্ডওয়ারার নওগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ইতিমধ্যেই খতম তিন বিদেশী জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও। বাকিদের খোঁজে তল্লাসি শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন- দেশের সব খবর
অন্যদিকে, পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই এখনও চলছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে মৃত্যু হয়েছে এক পুলিসকর্মীর। পুঞ্চের নির্মীয়মাণ মিনি সেক্রেটারিয়েট এলাকায় ঢুকে পড়ে দু'তিনজন জঙ্গি। তার পরই সেখানে শুরু হয় গুলির লড়াই।