ভারতের পাশে রয়েছি, কাশ্মীর ঘুরে দেখে বার্তা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের

উপত্যকার বহু প্রত্যন্ত এলাকার গ্রাম ঘুরে দেখেন প্রতিনিধি দল। তবে তাদের অভিযোগ উপত্যকার কোনও সংগঠন, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল প্রতিনিদের সঙ্গে দেখা করে সমস্যার কথা বলেনি

Updated By: Oct 30, 2019, 12:33 PM IST
ভারতের পাশে রয়েছি, কাশ্মীর ঘুরে দেখে বার্তা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে ভারতের পাশেই রয়েছি। কাশ্মীর ঘুরে দেখার এমনই বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের এক সাংসদ।

বুধবার শ্রীনগরে কাশ্মীর সফররত ইউরোপীয় ইউনিয়নের ২৩ জনের প্রতিনিধিদলের এক সাংসদ সংবাদমাধ্যমে বলেন, কাশ্মীরে শান্তি বজায় রাখতে ও সন্ত্রাস দমন করতে ভারত যা করেছে তাকে সমর্থন করবে ইউনিয়ন।

আরও পড়ুন-বিজেপি-তৃণমূল সংঘর্ষে তুলকালাম নিমতা, তুমুল বিক্ষোভ থানায়

এদিন, সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের সাংসদ হেনরি মালোসে ও থারি মারিয়ানি বলেন, উপত্কার মানুষ শান্তি চান। এখানে উন্নয়ণের একটা লক্ষণ দেখা যাচ্ছে তবে সরকারের কাছ থেকে আরও কিছু আশা করে মানুষ। সাংসদরা আরও বলেন, ৩৭০ ধারা বিলোপ ভারতের নিজস্ব বিষয়।

মঙ্গলবার সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে ডাল লেক-সহ অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার করার এটাই প্রথম কোনও বিদেশি প্রতিনিধি দলের কাশ্মীর সফর। মঙ্গলবার তাঁরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন কাশ্মীরের কোনও সংবাদমাধ্যমকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি।

শ্রীনগর বিমানবন্দর থেকে ওই প্রতিনিধিদলকে বুলেটপ্রুফ গাড়িতে চড়িয়ে শ্রীনগরের একটি হোটেলে রাখা হয়। এর মধ্যেই কাশ্মীর সমস্যা নিয়ে তাঁদের অবগত করান পুলিস প্রধান দিলবাগ সিং। উপত্যকার পরিস্থিতি জানতে প্রতিনিধি দল কথা বলেন পঞ্চায়েত প্রতিনিধি ও কাউন্সিলারদের সঙ্গে। সরকারের প্রতিনিধিরা সাংসদদের বোঝানোর চেষ্টা করেন, মানুষ শান্তিতে আগ্রহী। কিন্তু তা হতে দিচ্ছে না জঙ্গিরা।

আরও পড়ুন-আরব সাগরের ওপর থেকে ঘূর্ণিঝড় 'কিয়ার' সরলেই শহরে ঢুকবে শীত

উপত্যকার বহু প্রত্যন্ত এলাকার গ্রাম ঘুরে দেখেন প্রতিনিধি দল। তবে তাদের অভিযোগ উপত্যকার কোনও সংগঠন, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল প্রতিনিদের সঙ্গে দেখা করে সমস্যার কথা বলেনি। অন্যদিকে, ন্যাশানাল কন্ফারেন্সের ২ সাংসদ দাবি করেন তাদের সঙ্গে প্রতিনিধিদলের দেখা করতে দেওয়া হয়নি।

.