আরব সাগরের ওপর থেকে ঘূর্ণিঝড় 'কিয়ার' সরলেই শহরে ঢুকবে শীত
আজ মোটের ওপর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
প্রিতম দে: উৎসবের মরসুম শেষ, রাজ্যে এখনও শীত না ঢুকলেও সকালে দিকে শীত ভাব রয়েছে। আরব সাগরের শক্তিশালী ঘূর্ণিঝড়ে আটকে রয়েছে উত্তর-পশ্চিমের শীতল বাতাস। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় কিয়ার সরে গেলে রাজ্যে উত্তর-পশ্চিম বাতাস ঢুকবে। তারপরই শীত ঢুকবে শহরে।
আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে শীত ভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরব সাগরের ঘূর্ণিঝড় কিয়ার অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিম-মধ্য আরব সাগরে অবস্থান করছে। আজই পশ্চিম ও দক্ষিণ পশ্চিমদিকে ঘুরে দক্ষিণ ওমানের দিকে অগ্রসর হবে শক্তিশালী ঘূর্ণিঝড় কিয়ার।লাক্ষাদ্বীপ সংলগ্ন নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় লাক্ষাদ্বীপ, তামিলনাডু, কেরালা, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার নাগাদ আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কালীঘাটে কাননের কপালে ফোঁটা দিলেন দিদি, মুখ বাঁচাতে 'সৌজন্যে'র সাফাই দিলীপের
আজ মোটের ওপর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৭, সর্বোচ্চ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।