পাঁচ রাজ্যে ভোটের ফলে হারের আভাস মিলতেই প্রধানমন্ত্রীর মুখে আলোচনার আর্জি

প্রধানমন্ত্রীর কথায়, আলোচনা হোক। বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বাদানুবাদ চলুক। কিন্তু অধিবেশনের সময় যেন নষ্ট না হয়।

Updated By: Dec 11, 2018, 11:33 AM IST
পাঁচ রাজ্যে ভোটের ফলে হারের আভাস মিলতেই প্রধানমন্ত্রীর মুখে আলোচনার আর্জি
ছবি সৌজন্যে এএনআই

নিজস্ব প্রতিবেদন: একদিকে যখন পাঁচ রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ চলছে, তখন অন্যদিকে নয়াদিল্লিতে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। প্রথামাফিক সেই অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

তিনি পাঁচ রাজ্যে নির্বাচনের ফল নিয়ে কোনও প্রশ্নের উত্তর না দিলেও কথা বললেন শীতকালীন অধিবেশন নিয়ে। তিনি আশাপ্রকাশ করলেন এবার সুষ্ঠুভাবেই শেষ হবে এই অধিবেশন।

 

প্রধানমন্ত্রীর কথায়, আলোচনা হোক। বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বাদানুবাদ চলুক। কিন্তু অধিবেশনের সময় যেন নষ্ট না হয়।

LIVE TV-তে দেখুন লেটেস্ট আপডেট

লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনেই সরকার পক্ষ একাধিক বিল পাস করাতে তত্পর। অন্যদিকে বিরোধীরাও একজোট হচ্ছে। রাফালে-সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবিতে সরব হবে তারা। তার আগে নরেন্দ্র মোদীর এই বার্তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে অধিবেশনের ঠিক আগে মোদী বার্তা দিয়েছেন বিরোধীদের। তাঁর আহ্বান, সব দল এই অধিবেশনকে জনসাধারণের হয়ে কাজ করার জন্য ভাবুক। দলের উপকারের কথা না ভেবে যেন কেউ কাজ না করে।

.