রায়বরেলিতে বয়লার বিস্ফোরণের এক্সক্লুসিভ ভিডিও

Updated By: Nov 3, 2017, 04:55 PM IST
রায়বরেলিতে বয়লার বিস্ফোরণের এক্সক্লুসিভ ভিডিও

নিজস্ব প্রতিবেদন: রায়ববরেলিতে এনটিপিসির তাপবিদ্যুত্কেন্দ্রে বিস্ফোরণের পরের ছবি প্রকাশ্যে এল। ১ নভেম্বর ওই বিস্ফোরণে এখনো পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে প্রাথমিক ভাবে তাপবিদ্যুত্কেন্দ্রের পরিচালন সমিতির গাফিলতি প্রকাশ্যে এসেছে। কিন্তু কেমন ছিল সেই বিপর্যয়ের সেই মুহূর্ত, তা নিয়ে কৌতুহল ছিল প্রথম থেকেই। অবশেষে প্রকাশ্যে এল বিস্ফোরণের ঠিক পরমুহূর্তের ভিডিও ফুটেজ। 

ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলছে তাপবিদ্যুত্ কেন্দ্রের ভিতরে। যেদিকে পারছেন পালাচ্ছেন শ্রমিকরা। চারিদিক ঢেকে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। বুধবার সন্ধ্যায় ওই বিস্ফোরণের শব্দ শোনা যায় ৪ কিলোমিটার দূর থেকে। 

আরও পড়ুন - নিজের স্বামীকে 'দাদা' বলে পরিচয়! চিত্পুরে যৌনকর্মীর খুনি প্রেমিকই

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বয়লার থেকে যে পাইপ দিয়ে ছাই বেরোত তা আটকে গিয়েছিল। বাধা ছিল বয়লারে কয়লা ঢোকার পথেও। ঘটনায় প্রকাশ্যে আসে এনটিপিসি আধিকারিকদের গাফিলতি। যদিও ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সংস্থা।

ক্লিক করে দেখুন সেই ভিডিও। 

 

.