Exit Polls in Tripura-Meghalaya-Nagaland: ত্রিপুরা-নাগাল্যান্ডে ক্ষমতায় এনডিএ, মেঘালয়ে ভালো ফল তৃণমূলের, বলছে বুথফেরত সমীক্ষা

অধিকাংশ বুথফেরত সমীক্ষার ফল অনুযায়ী ত্রিপুরা ও নাগাল্যান্ডে ক্ষমতায় থাকছে বিজেপি। অন্যদিকে, মেঘালয়ে ত্রিশঙ্কু হওয়ার প্রবল সম্ভাবনা। কারণ সেখানে অন্যান্য বিরোধীরা পেতে পারে ২২ আসন। ভাল ফল করতে পারে তৃণমূল

Updated By: Feb 27, 2023, 08:48 PM IST
Exit Polls in Tripura-Meghalaya-Nagaland: ত্রিপুরা-নাগাল্যান্ডে ক্ষমতায় এনডিএ, মেঘালয়ে ভালো ফল তৃণমূলের, বলছে বুথফেরত সমীক্ষা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপূর্বের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হল। ফলাফল প্রকাশের আগেই এবার বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করছে একাধিক সংস্থা। অধিকাংশ বুথফেরত সমীক্ষার ফল অনুযায়ী ত্রিপুরা ও নাগাল্যান্ডে ক্ষমতায় থাকছে বিজেপি। অন্যদিকে, মেঘালয়ে ত্রিশঙ্কু হওয়ার প্রবল সম্ভাবনা। কারণ সেখানে অন্যান্য বিরোধীরা পেতে পারে ২২ আসন। ভাল ফল করতে পারে তৃণমূল।

জি নিউজ-মার্টিজ

ত্রিপুরা(মোট আসন ৬০)

এনডিএ-২৯-৩৬
বাম-কংগ্রসে-১৩-২১
টিএমপি-১১-১৬
অন্যান্য-০-৩

মেঘালয়(৫৯/৬০)

এনপিপি-২১-২৬
বিজেপি-৬-১১
টিএমসি-৮-১৩
কংগ্রেস-৩-৬
অন্যান্য-১০-১৯

নাগাল্যান্ড(৫৯/৬০)

এনডিএ-৩৫-৪৩
এনপিপি-০-১
কংগ্রেস-১-৩
অন্যান্য-৬-১১

আরও পড়ুন-গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টেও ওএমআর শিটে কারচুপি, কাউন্সেলিং করতে গিয়ে তাজ্জব কমিশন

টাইমস নাউ-ইটিজি রিসার্চ

ত্রিপুরা(মোট আসন ৬০)

এনডিএ-২৪
এসডিএফ-২১
টিএমপি-১৪
অন্যান্য-১

মেঘালয়(৫৯/৬০)

এনপিপি-২২
বিজেপি-৫
কংগ্রেস-৩
অন্যান্য-২৯

নাগাল্যান্ড(৫৯/৬০)

এনডিএ-৪৪
এনপিএফ-৬
কংগ্রেস-০
অন্যান্য-৯

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া

ত্রিপুরা

এনডিএকে চাইছেন ২৭ শতাংশ মানুষ
বামেদের পছন্দ ১৪ শতাংশ মানুষের

মেঘালয়

তৃণমূলকে চাইছেন ১৬ শতাংশ মানুষ
বিজেপিকে পছন্দ ১৪ শতাংশের
কংগ্রেসকে পছন্দ ১৯ শতাংশের
অন্যান্যদের চাইছেন ১১ শতাংশ
ইউডিপিকে চাইছেন ১১ শতাংশ

ন্যাগাল্যান্ড

বিজেপি জোট পেতে পারে ৩৮-৪৮ আসন
এনপিএফ-৩-৮
কংগ্রেস-১-২
অন্যান্য-১৫ আসন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.