পণের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে তিন তালাক দিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন স্বামী
নার্গিসের মা শবনম বেগম জানিয়েছেন, 'মেয়ের মেরুদণ্ড ও মাথায় চোট লেগেছে। আমরা জামাইয়ের পণের দাবি মানতে পারিনি বলেই মেয়ের এই পরিণতি হল।'
ওয়েব ডেস্ক: পণের দাবি মেটাতে না-পারায় স্ত্রীকে তিন তালাক দিয়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল স্বামী। ঘটনা পশ্চিম উত্তর প্রদেশের হাপুর জেলার গ্রহমুক্তেশ্বরের। ঘটনায় গুরুতর আহত ২৮ বছর বয়সী ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, তাঁর মেরুদণ্ড ও মাথায় আঘাত লেগেছে। ঘটনায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে খাতাউলি থানার পুলিস।
জানা গিয়েছে, ৫ বছর আগে নার্গিস পারভিনের সঙ্গে বিয়ে হয় বছর পঁয়ত্রিশের সাম মহম্মদের। দম্পতির তিনটি সন্তান রয়েছে। দীর্ঘ দিন ধরে স্ত্রীকে বাপের বাড়ি থেকে ৩ লক্ষ টাকা আনার জন্য চাপাচাপি করছিলেন সাম। টাকার দাবিতে স্ত্রীকে সে মারধর করত বলেও জানা গিয়েছে। ছাদ থেকে ঠেলে ফেলার আগে নার্গিসকে সাম তিন তালাক দেয়। এর পর একতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেয় তাঁকে।
আরও পড়ুন - 'মারধর, শরীরের বিভিন্ন অংশে হাত', ইউনিয়ন রুমে 'শ্লীলতাহানি', অভিযুক্ত টিএমসিপি-র জিএস
নার্গিসের মা শবনম বেগম জানিয়েছেন, 'মেয়ের মেরুদণ্ড ও মাথায় চোট লেগেছে। আমরা জামাইয়ের পণের দাবি মানতে পারিনি বলেই মেয়ের এই পরিণতি হল।'
স্থানীয় থানার তরফে জানানো হয়েছে, 'ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাতে নিয়ে অভিযুক্ত সাম মহম্মদকে গ্রেফতার করা হবে।'