ভিডিয়ো: ফণির তাণ্ডবে ছাড়খার ভূবনেশ্বর বিমানবন্দর

ওডিশাজুড়ে ফণির তাণ্ডব। 

Updated By: May 3, 2019, 08:04 PM IST
ভিডিয়ো: ফণির তাণ্ডবে ছাড়খার ভূবনেশ্বর বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদন: ছাউনি উড়ে গিয়েছে ভূবনেশ্বর রেলস্টেশনের। এবার সামনে এল বিমানবন্দরের ছবিও। সেখানেও একই অবস্থা! লন্ডভন্ড ভূবনেশ্বরের বিমানবন্দর। 

ফণির আশঙ্কায় আগেভাগে উড়ান চলাচল বন্ধ হয়েছিল বিজু পট্টনায়েক বিমানবন্দরে। শুক্রবার সকালে ফণি তাণ্ডবে ভেঙে পড়ল প্রবেশপথের গেট। খুলে গিয়েছে সাইনবোর্ড। ভেঙে পড়েছে গাছ। বিমানবন্দরকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরানো হয়েছে ভেঙে পড়া গাছ।                     

ভূবনেশ্বর স্টেশনের ছাউনি উড়ে গিয়েছে। ভেঙে দিয়েছে কাঠামো। পরিস্থিতি এমন যে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।

শুধু বিমানবন্দর বা রেলস্টেশনই নয়, একটি বহুতলের বিশাল ক্রেনও ভেঙে পড়েছে মাটিতে। লুটিয়ে পড়েছে বিএসএনএলের টাওয়ারও। 

প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে পুরীতে হানা দেয় ঝড়। তার জেরে উপড়ে গিয়েছে বহু গাছ। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় ১২ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে ওডিশা সরকার। শুরু হয়ে গিয়েছে ত্রাণ বিলির কাজ। 

আরও পড়ুন- ফণির তাণ্ডবের পূর্বাভাস পেয়ে সৈকতমুখী হল না ওডিশার কচ্ছপরা?

.