IPL 2025 Auction: চেয়েছিলেন ইন্ডিয়ার ২ নক্ষত্রকে, পারেননি শুধু এই কারণে! অকপট স্বীকারোক্তি শিল্পপতির

Parth Jindal On IPL 2025 Auction: কেন রাহুলকে নিল দিল্লি? অকপট পার্থ জিন্দাল

Updated By: Nov 27, 2024, 10:26 PM IST
IPL 2025 Auction: চেয়েছিলেন ইন্ডিয়ার ২ নক্ষত্রকে, পারেননি শুধু এই কারণে! অকপট স্বীকারোক্তি শিল্পপতির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের (IPL 2025 Auction) আগে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে ধরে রেখে, বাকি সকলকে ছেড়ে দিয়েছিল। জেদ্দার নিলাম বাজারে ৭৩ কোটি টাকা নিয়ে এসে দিল্লি  ১৪ কোটি টাকায় দলে নিয়েছে কেএল রাহুলকে (KL Rahul)। তবে দিল্লির প্রথম টার্গেট কিন্তু রাহুল ছিল না। দিল্লি ভীষণ ভাবে চেয়েছিল জাতীয় দলের দুই তারকা- ঋষভ পন্থ (Rishabh Pant) ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। অকপটে এই কথা স্বীকার করলেন দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল (Parth Jindal)। 

আরও পড়ুন: ভালোবাসা থেকেই বঞ্চিত রাহুল? এবার ভরিয়ে দেওয়ার দাবি নতুনের! ভাঙনের চাঞ্চল্যকর আপডেট

জিন্দাল এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, 'যখন আমরা আমাদের নিলাম কৌশল নিয়ে আলোচনা করছিলাম, তখন প্রথম লটে ছিল ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। আমরা ভেবেছিলাম যে, আমরা এই দু'জনের ভিতর একজনকেও পেতে পারি, তাহলে কেউ একজন ভারতীয় মার্কি ব্যাটার হবে। তাহলে কেএল রাহুলের জন্য আমাদের বাজেট থাকবে না। কিন্তু আমরা ঋষভ এবং শ্রেয়সকে পাব না ধরেই নিলামে গিয়েছিলাম। আমরা জানতাম পঞ্জাব, লখনউ বা বেঙ্গালুরুর কাছে আমাদের চেয়ে বেশি অর্থ রয়েছে। তাহলে ওদের পর পরবর্তী সেরা ব্যাটার কে? সেখানেই আমাদের মাথায় ছিল রাহুলের নাম।'
 
পার্থ রাহুলের প্রসঙ্গে বলেছেন, 'আমি রাহুলকে ব্য়ক্তিগত ভাবে দীর্ঘদিন চিনি। ও আমার খুব ভালো বন্ধু। ও ভালোবাসা ও সম্মানের কাঙাল। যে ভালোবাসা আর সম্মান ওর প্রাপ্য়, সেটাই আমি ওকে দেব। আমি বিশ্বাস করি ক্লাস পেয়ার, সেটাই থাকবে আজীবন। আশা করি ও দিল্লিকে আইপিএল জেতাবে।' জিন্দাল এও জানিয়েছেন যে, রাহুলই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে, সে যতই ফাফ দু প্লেসিস বা অক্ষর প্য়াটেল অধিনায়ক হওয়ার দৌড়ে থাকুক না কেন! 

দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ নিজেকে তুলেছিলেন নিলামে। তাঁকে নিতে যে ঝড় উঠবে তা আগেই জানা গিয়েছিল, ক্রিকেটের যে কোনও সংস্করণেই ঋষভ আগুনে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ব্য়াট হাতে ও উইকেটের পিছনে তিনি নিজেই আজ বিরাট নাম। এহেন ক্রিকেটারকে নিতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে ফেলেছে! ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে এলএসজি ২৭ কোটি টাকা দিয়ে শুধু পন্থকেই নিয়েছে! গতবছর কেকেআর মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। স্টার্ক এতদিন পর্যন্ত ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু সেই তকমা এখন পন্থে। আইপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে আজ পর্যন্ত কোনও ক্রিকেটারই এত টাকা পাননি। যা করে দেখালেন পন্থ। ২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা ঋষভ বিক্রি হলেন ১৩ গুনেরও বেশি দামে!    

এবার আসা যাক শ্রেয়স আইয়ারের কথায়। গতবার কেকেআরকে আইপিএল ট্রফি জিতিয়ে ছিলেন! আর তাঁকেই বাদ দিয়ে দিল কেকেআর! শ্রেয়সকে আইপিএল রিটেনশিন লিস্টে না দেখে অনেকেই চমকে ছিলেন! প্রশ্ন উঠেছিল শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? যদিও ফ্র্য়াঞ্চাইজি জানিয়ে দেয় যে, শ্রেয়স নিজেই নাকি থাকতে চাননি। গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি। শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। শ্রেয়স নিজেকে নিলামে তুলছেন। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার। শ্রেয়াস যে নিলামে দাম পাবেন তা, আগেই জানা গিয়েছিল, তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় নিল সেই পঞ্জাবই।     

আরও পড়ুন: মাঠ মাতিয়েও আজ UNSOLD! ১০ দল ফিরেও তাকায়নি এই ৫ মহাতারকার দিকে, কেন এই বেহাল দশা?
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.