চিকিত্সকরাই ফিরিয়েছেন প্রাণ! বাড়ি ফিরেই কৃতজ্ঞতা প্রকাশের বিরল দৃষ্টান্ত চাষীর

নিজের মতো করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জাহির করেছেন। 

Updated By: Sep 19, 2020, 12:00 AM IST
চিকিত্সকরাই ফিরিয়েছেন প্রাণ! বাড়ি ফিরেই কৃতজ্ঞতা প্রকাশের বিরল দৃষ্টান্ত চাষীর

নিজস্ব প্রতিবেদন- করোনার এই দুঃসময়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়েছেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জন্যই লাখ লাখ মানুষ করোনাকে হারিয়ে বাড়ি ফিরতে পারছেন। এই অতিারিতে বহু চিকিত্সক দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণও হারিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন সাধারণ মানুষ। জীবন-আর মৃত্যুর মাঝে যেন পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছেন চিকিত্সকর ও স্বাস্থ্য কর্মীরাই। আর সেই চিকিত্সকদের প্রতি একজন কৃষক নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন দৃষ্টান্তমূলকভাবে। তাঁকেও করোনার হাত থেকে বাঁচিয়েছিলেন চিকিত্সকরাই। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় সেই কৃষক সেরে উঠে বাড়ি ফিরেছিলেন। আর বাড়ি ফেরার পরই নিজের মতো করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জাহির করেছেন। 

আরও পড়ুন-  উগ্রবাদী সন্দেহে তদন্ত, হয়েছে ডিএনএ পরীক্ষাও

বাড়ি ফিরেই চিকিৎসকদের জন্য কৃতজ্ঞতাস্বরূপ হাসপাতালে এক প্যাকেট চাল পাঠিয়েছেন সেই কৃষক। সেই এক প্যাকেট চালের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চিকিত্সক উর্বী শুক্লা। আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না সেই চাষী। তাই হাসপাতালে তাঁর বিনা পয়সায় চিকিত্সা করেছিলেন ডাক্তাররা। ১৫ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যে ১২ দিন তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল। শেষ পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন সেই কৃষক। তার পরই বাড়ি ফিরে নিজের জমি থেকে তোলা চাল প্যাকেটে ভরে পাঠিয়েছেন সেই কৃষক। স্বার্থের এই পৃথিবীতে এখন কেউ আজ উপকার করলে মানুষ কাল ভুলে যায়। সেখানে ওই কৃষক যেন মানবিকতার নতুন উদাহরণ রাখলেন। সেই কৃষক নিজের সাধ্যমতো এক প্যাকেট চাল পাঠিয়ে কৃতজ্ঞতা বোধ জাহির করেছেন। আর তাঁর সেই উপহার সানন্দে স্বীকার করেছেন চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীরা। 

.