বিজেপিতে Rajib, 'হরিদাস পাল' কটাক্ষ Arup-এর
"নিজেকে কেউ কেউকেটা বা হরিদাস পাল ভাবতেই পারে। তাহলেই সে হরিদাস পাল হয়ে যায় না। দলত্যাগী নেতাদের কীভাবে হারাতে হয়, তা তাঁরা জানেন।"
![বিজেপিতে Rajib, 'হরিদাস পাল' কটাক্ষ Arup-এর বিজেপিতে Rajib, 'হরিদাস পাল' কটাক্ষ Arup-এর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/02/304413-48ccebf8-39c0-447d-8d1a-65c9ee5a69a9.jpg)
নিজস্ব প্রতিবেদন : রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'হরিদাস পাল' বলে কটাক্ষ করলেন অরূপ রায়। বললেন, "নিজেকে কেউ কেউকেটা বা হরিদাস পাল ভাবতেই পারে! কিন্তু তাহলেই সে হরিদাস পাল হয়ে যায় না। হরিদাস পাল মানুষ তৈরি করে।" উল্লেখ্য, গত শনিবার স্পেশাল চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee)।
এরপর রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের যোগদান মেলায় প্রথম বিজেপি (BJP) নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে রাজীবের। বিজেপি নেতা হিসেবে প্রথম ভাষণেই রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন রাজীব (Rajib Banerjee)। চ্যালেঞ্জ ছোঁড়েন, "২০২১-এর নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবেই। এটা আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রতিশ্রুতি।" শাসকদলের উদ্দেশে হুঁশিয়ারির সুরে আরও বলেন, "আর ধমকে চমকে ভোট হবে না। আমরাও জানি কীভাবে ভোট করাতে হয়। এতদিন সেই শিক্ষা আমরাও পেয়েছি। এবার মানুষ নিরাপত্তার সাথে ভোট দেবে। অলিগলিতে একটাই কথা, চুপচাপ পদ্মে ছাপ।" বলেন, "মানুষের পাশে থাকব। মানুষের জন্য কাজ করব। শুধু ২৯৪টা বিধানসভা কেন্দ্র নয়, পাড়ায় পাড়ায়, বুথে বুথে যাব আমি।"
আরও পড়ুন, 'লোকসভায় গোহারা হেরেছি, এবারে পুষিয়ে দেবেন, অনুরোধ', উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধনে Mamata
যদিও রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) এই চ্যালেঞ্জকে আমল দিতে নারাজ অরূপ রায় (Arup Roy)। এদিন সকালে হাওড়ার ডুমুরজলা মাঠে (BJP-র পাল্টা কর্মসূচিতে) আগামী ৭ ফেব্রুয়ারির তৃণমূলের (TMC) জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন তিনি। সেখানেই তিনি বলেন, "নিজেকে কেউ কেউকেটা বা হরিদাস পাল ভাবতেই পারে। তাহলেই সে হরিদাস পাল হয়ে যায় না। দলত্যাগী নেতাদের কীভাবে হারাতে হয়, তা তাঁরা জানেন।" একইসঙ্গে অরূপ রায় দাবি করেন, বিজেপি দিল্লি থেকে নেতা এনেও মাঠে মাত্র ৫ হাজার লোক জড়ো করতে পেরেছিল। আর আগামী রবিবার তৃণমূলের জনসভায় কমপক্ষে ৪০ হাজার লোক হবে।
প্রসঙ্গত, গতকালই রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি চ্যালেঞ্জ জানান তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। বলেন, "রাজীবকে নিয়ে মাথাব্যথা নেই দলের কারও। হিম্মত থাকলে তৃণমূলকে হারিয়ে দেখাক।" আরও পড়ুন, Rajib-কে নিয়ে মাথাব্যথা নেই দলের কারও; হিম্মত থাকলে TMC-কে হারান, চ্যালেঞ্জ Prasun-এর