প্রধানমন্ত্রী কথা না শুনলে দেশজুড়ে রেল অবরোধ, হুঙ্কার আন্দোলনকারী কৃষকদের

বৃহস্পতিবার কৃষকদের ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর

Updated By: Dec 10, 2020, 10:00 PM IST
প্রধানমন্ত্রী কথা না শুনলে দেশজুড়ে রেল অবরোধ, হুঙ্কার আন্দোলনকারী কৃষকদের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের সঙ্গে সমঝোতার চেষ্টা ভেঙে যাওয়ার পর বুধবারই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল কৃষক নেতারা। বৃহস্পতিবার তা নতুন মাত্রা পেল।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষক নেতা বুটা সিং বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম প্রধানমন্ত্রী মোদী ১০ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা রেল অবরোধ শুরু করব। আজ কৃষকের বৈঠকে ঠিক হয়েছে, দেশে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকরা এবার রেল  লাইনে এসে জড়ো হবেন। এনিয়ে দিনক্ষণ ঘোষণা করবে সংযুক্ত কিষান মোর্চা।

আরও পড়ুন-বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

উল্লেখ্য, ইতিমধ্য়েই আগামী ১২ ডিসেম্বর থেকে দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দিয়েছে কৃষকরা। সিংঘু সীমান্ত বিক্ষোভকারী কয়েকজন তরুণের দাবি তাদের পেছনে এনআরআই-রা রয়েছেন। অনেকদিন আন্দোলন চলবে।

আরও পড়ুন-এক্ষুণি বাংলায় চাই রাষ্ট্রপতি শাসন: মুকুল; গণহত্যার চক্রান্ত: দিলীপ

বৃহস্পতিবার কৃষকদের ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, এমএসপি নিয়ে কোনও সমস্যা নেই। সরকারের কোনও ইগো নেই। আপনারা আলোচনায় বসুন।
অন্যদিকে, এনিয়ে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলও বলেন, 'যে কোনও আলোচনার জন্য তৈরি সরকার। '

.