ফেডেরাল ফ্রন্ট অলীক স্বপ্ন, বোঝালেন মুখ্যমন্ত্রী নিজেই

শিল্প সম্মেলনের পর সাংবাদিক বৈঠকে উঠল লোকসভা ভোটের কথা। তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, তাঁর প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্ট আসলে একটি মরীচিকা। তাহলে কার সঙ্গে যাবে তৃণমূল? সেটাও অস্পষ্ট রেখে দিলেন তৃণমূল নেত্রী।নিজেই প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রে ফেডেরাল ফ্রন্ট তৈরির। এবারে নিজেই সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লির রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গটা উঠেছিল আরবসাগরের তীরে শিল্প সম্মেলনের শেষে। ফেডেরাল ফ্রন্টের প্রবক্তা নিজেই বুঝিয়ে দিলেন, তাঁর প্রস্তাবিত জোট কেন্দ্রে স্থায়ী সরকার দিতে পারবে না।

Updated By: Aug 2, 2013, 11:19 AM IST

শিল্প সম্মেলনের পর সাংবাদিক বৈঠকে উঠল লোকসভা ভোটের কথা। তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, তাঁর প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্ট আসলে একটি মরীচিকা। তাহলে কার সঙ্গে যাবে তৃণমূল? সেটাও অস্পষ্ট রেখে দিলেন তৃণমূল নেত্রী।নিজেই প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রে ফেডেরাল ফ্রন্ট তৈরির। এবারে নিজেই সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লির রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গটা উঠেছিল আরবসাগরের তীরে শিল্প সম্মেলনের শেষে। ফেডেরাল ফ্রন্টের প্রবক্তা নিজেই বুঝিয়ে দিলেন, তাঁর প্রস্তাবিত জোট কেন্দ্রে স্থায়ী সরকার দিতে পারবে না।
ফেডেরাল ফ্রন্টের ভবিষ্যত যদি এতটাই অনিশ্চিত হয় তবে লোকসভার পর স্থায়ী সরকারের লক্ষ্যে কংগ্রেস ও বিজেপির মধ্যে কোন দিক বেছে নেবে তৃণমূল? প্রশ্নটা উঠলেও জবাব এড়িয়ে যান তৃণমূল নেত্রী। রাজ্যের ঋণ মকুব থেকে গোর্খাল্যান্ড নানা ইস্যুতে তিনি যে ভাবে কংগ্রেসকে টার্গেট করছেন, তাতে মনে হওয়াটা স্বাভাবিক যে বিজেপির জন্যই আসলে দরজা খোলা রাখতে চাইছে তৃণমূল।

.