নিশ্চিন্ত সফর, যাত্রী সুরক্ষায় স্যানিটাইজেশনের কড়া ব্যবস্থা এয়ার ইন্ডিয়ার, দেখুন ভিডিয়ো

সংস্থার তরফে একটি ভিডিয়ো প্রকাশ করে বিমানের স্যানিয়াইজেশনের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে

Updated By: May 22, 2020, 08:44 PM IST
নিশ্চিন্ত সফর, যাত্রী সুরক্ষায় স্যানিটাইজেশনের কড়া ব্যবস্থা এয়ার ইন্ডিয়ার, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: আগামী ২৫ মে থেকে অন্তর্দেশীয় উড়ান শুরু হচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী হরদীপ পুরি। সোমবার উড়ান শুরু কথা মাথায় রেখে আজ শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকেই বুকিং শুরু করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। ইন্ডিগো এয়ার এশিয়া, স্পাইস জেটের মতো বেসরকারি বিমান পরিবহণ সংস্থাও বুকিং শুরু করেছে।

আরও পড়ুন-৯৯ যাত্রী-সহ করাচি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় ভেঙে পড়ল PIA-র বিমান

এদিকে, করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে যাত্রীদের জন্য কড়া স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে একটি ভিডিয়ো প্রকাশ করে বিমানের স্যানিয়াইজেশনের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সিইও এইচআর জগন্নাথ একটি ভিডিয়োতে জানিয়েছেন, কীভাবে যাত্রীদের নিরাপত্তায় স্যানিটাইজেশন করা হয়েছে। পাশাপাশি বিশেষ একটি ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে যা ফ্লাইটের মধ্যে ৯৯ শতাংশ ভাইরাস ও ব্যাকটেরিয়ে বাইরে বের করে দেবে। এটিকে বলা হচ্ছে হেপাফিল্টার। এছাড়াও করা হয়েছে অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা। দেখুন ভিডিয়ো-

অন্যদিকে হরদীপ পুরি বৃহস্পতিবার জানান

# বিমানের ভাড়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়েছে।

# উদাহরণ হিসেবে, দিল্লি-মুম্বইয়ের(৯০-১২০ মিনিটের সফর) ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া হবে ১০,০০০ টাকা। সর্বনিম্ন ভাড়া হবে ৩,৫০০ টাকা।

# এই ভাড়ার সীমা বলবত থাকবে ২৪ অগাস্ট মধ্যরাত পর্যন্ত।

# একটি উড়ানের ৪০ শতাংশ আসনের ভাড়া কেন্দ্রের ঠিক করে দেওয়া ভাড়ার অর্ধেকের মধ্যে রাখতে হবে।

# অর্থাত্ টিকিটের দাম ৬,৭০০ টাকার মধ্যে রাখতে হবে।

# উড়ানের রুট ৭ ভাগে ভাগ করা হয়েছে।

# উড়ানের সময় ৪০ মিনিট, ৪০-৬০ মিনিট, ৬০-৯০ মিনিট, ৯০-১২০ মিনিট, ১২০-১৮০ মিনিট, ১৮০-২১০ মিনিট।

# কোভিড নেই সেই ঘোষণা যাত্রীদের দিতে হবে।, আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে রাখতে হবে।

করোনা ভাইরাস ঠেকাতে নির্দেশিকা

# প্রত্যেক যাত্রীকেরই মাস্ক পরতে হবে।

# অরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে।

# উড়ানের ২ ঘণ্টা আগে বিানবন্দরে পৌঁছাতে হবে।

#  যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হবে।

# খাবার দেওয়া হবে না।

# বাইরে থেকে জল আনা যাবে না।

.