ইশরাত জাহান মামলায় বিতর্কে জড়ালেন পি চিদম্বরম
ইশরাত জাহান মামলায় বিতর্কে জড়ালেন পি চিদম্বরম। তাঁকে বিপাকে ফেললেন তাঁর আমলেরই স্বরাষ্ট্রসচিব জে কে পিল্লাই। পিল্লাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ, তাঁকে এড়িয়ে মামলার হলফনামার বয়ান বদলেছিলেন তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।
ওয়েব ডেস্ক: ইশরাত জাহান মামলায় বিতর্কে জড়ালেন পি চিদম্বরম। তাঁকে বিপাকে ফেললেন তাঁর আমলেরই স্বরাষ্ট্রসচিব জে কে পিল্লাই। পিল্লাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ, তাঁকে এড়িয়ে মামলার হলফনামার বয়ান বদলেছিলেন তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।
২০০৪ সালে আহমেদাবাদে পুলিসের গুলিতে মৃত্যু হয় ইশরাতসহ তিনজনের। গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা ছিল ইশরাতদের। এমনই অভিযোগ ছিল গুজরাত পুলিসের।
২০০৯ সালে এই মামলায় গুজরাত হাইকোর্টে একটি হলফনামা জমা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হলফনামায় ইশরাত জাহানের সঙ্গে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার যোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু একমাস পরই অন্য একটি হলফনামা দায়ের হয়েছিল। যেখানে ইশরাতের সঙ্গে জঙ্গিযোগের বিষয়টি বাদ দেওয়া হয়।