অন্ধ্রপ্রদেশে গ্যাস লাইন ফেটে মৃত ১৪
শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের নাগারামে গ্যাস অথোরিটি অফ ইন্ডিয়া সাইটে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হল। এই ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন। ২০ জন গুরুতর আহত। কিছু সূত্রে জানতে পারা যাচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি।
শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের নাগারামে গ্যাস অথোরিটি অফ ইন্ডিয়া সাইটে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হল। এই ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন। ২০ জন গুরুতর আহত। কিছু সূত্রে জানতে পারা যাচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি।
দমকলের আটটি ইঞ্জিন দূর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। গ্যাসের সরবারহ বন্ধ করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
My condolences to the families who lost their loved ones in East Godavari blast. Ordered an enquiry & action plan to avoid these in future.
— N Chandrababu Naidu (@ncbn) June 27, 2014