হরিয়ানার কাছে তেলেঙ্গানা এক্সপ্রেসে আগুন, নিরাপদে উদ্ধার যাত্রীরা

সকাল ৭.৪৩ মিনিট নাগাদ প্রথম আগুন নজরে আসে।

Updated By: Aug 29, 2019, 10:33 AM IST
হরিয়ানার কাছে তেলেঙ্গানা এক্সপ্রেসে আগুন, নিরাপদে উদ্ধার যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন:  হায়দরাবাদ-নিউ দিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেসে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সকালে হরিয়ানার বল্লভগড়ের কাছে আসোতি স্টেশনের কাছে দুটি এসি কামরায় ভয়াবহ আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে একাধিক দমকলের ইঞ্জিন। নর্দান রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘটনায় কেউ আহত হননি। সকল যাত্রীকেই নিরাপদে সরানো সম্ভব হয়েছে।

 

নর্দান রেলওয়ের চিফ পাবলিক রিলেশন অফিসার জানান, তেলেঙ্গানা এক্সপ্রেসের দুটি এসি কামরার সংযোগস্থলে ব্রেক-বার্নিং-এ আগুন লাগে। সকাল ৭.৪৩ মিনিট নাগাদ প্রথম আগুন নজরে আসে। সাধারণভাবে ঘর্ষণজনিত কারণে এই ব্রেক-বার্নিংয়ে আগুনের ফুলকি দেখা যায়। এবং সেই আগুনের ফুলকি থেকেই দুই কামরায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এই ঘটনার ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্ন হয়।  

আরও পড়ুন - কয়েম্বাত্তুরের পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ!

.