শহিদ জওয়ান, জম্মু-কাশ্মীরে পাক ছাউনি গুঁড়িয়ে পালটা জবাব ভারতের

শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।  

Updated By: Aug 17, 2019, 11:23 PM IST
শহিদ জওয়ান, জম্মু-কাশ্মীরে পাক ছাউনি গুঁড়িয়ে পালটা জবাব ভারতের

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানকে কড়া জবাব দিল ভারতীয় সেনা। পাক সেনার গুলিতে শহিদ হন জওয়ান। তার পাল্টা পাকিস্তানি চৌকি গুঁড়িয়ে দিল সেনা। 

রাজরৌর নওসের সেক্টরে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ বন্দুক দিয়ে গুলি ছুড়তে থাকে তারা। মর্টার সেলও ব্যবহার করে পাক সেনা। তাদের গুলিতে শহিদ হন ল্যান্স নায়েক সন্দীপ থাপা।  

এরপরই পাল্টা দেয় ভারতীয় সেনা। রাজরৌ সেক্টরে পাক সেনা ছাউনি গোলা ছুড়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এখনও দুপক্ষের মধ্যে চলছে গুলি বিনিময়।

গতকাল চিনের আবেদনে সাড়া দিয়ে কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার আলোচনায় রাজি হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু বৈঠকে চিন ছাড়া কাউকেই পাশে পায়নি ইসলামাবাদ। কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয় বলে বাকি চার সদস্য পাশে দাঁড়িয়েছে ভারতের। বেজিং সওয়াল করে, এক তরফাভাবে কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে ভারত। তবে কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে মত বাকি চার সদস্য রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের।

আরও পড়ুন- জেহাদের নামে কাশ্মীরে হিংসা বন্ধ করুন, রাষ্ট্রসঙ্ঘে নাম না করে পাকিস্তানকে বার্তা ভারতের

.