'উনি আগে উত্তরপ্রদেশ সামলান', শাহকে তৃণমূল
ডেরেক বলেছেন, অমিত শাহের উচিত হবে গুজরাট বা উত্তর প্রদেশে নজর রাখা।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় যা অবস্থা, তাতে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে। এমনই মত প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরেই এ নিয়ে নিজেদের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।
রাজ্য সভায় তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন বলেন, 'বাংলায় বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে তা নিয়ে শাহ চুপ কেন? ওঁর তো আগে সেটা নিয়েই কথা বলা উচিত ছিল। উনি আগে বাংলার রাজনৈতিক ইতিহাসটা ভাল করে জানুন। জানুন যে, বাম আমলে রাজ্যটার কী অবস্থা হয়েছিল আর সেখান থেকে কতটা এগিয়ে এসেছে বাংলা।'
ডেরেক এখানেই থামেননি। তিনি বলেছেন, অমিত শাহের উচিত হবে গুজরাট বা উত্তর প্রদেশে নজর রাখা। রাজনৈতিক খুন যে একটা বড় ব্যাপার নিশ্চয়ই সেটা উনি অস্বীকার করবেন না।
আর এক তৃণমূল নেতা সৌগত রায়ও এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলা নিয়ে অমিত শাহের ধারণা স্বচ্ছ নয়। উত্তর প্রদেশে আইনের শাসন থমকে গিয়েছে। কিন্তু সেটা নিয়ে তিনি কিছু বলছেন না। বাংলার অবস্থা নিয়ে তিনি যা বলছেন তা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুন: ফের সাফল্য DRDO-র, নিখুঁত নিশানায় আঘাত করল INS Chennai থেকে ছোড়া ব্রহ্মস মিসাইল