সিপিআইয়ের জাতীয় কর্মসমিতিতে স্থান পেলেন কানহাইয়া কুমার
সিপিআইএয়ের জাতীয় পরিষদে এবার চমক। রবিবার কেরলের কোল্লামে দলের ২৩তম কংগ্রেসে জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্টিত হয়। আর ওই বৈঠক শেষ হতেই দলের জাতীয়
নিজস্ব প্রতিবেদন: সিপিআইএয়ের জাতীয় পরিষদে এবার চমক। রবিবার কেরলের কোল্লামে দলের ২৩তম কংগ্রেসে জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্টিত হয়। আর ওই বৈঠক শেষ হতেই দলের জাতীয়
কর্মসমিতির ১২৫ জন সদস্যের যে তালিকা প্রকাশ পায় সেখানে সেখানে দেখা যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারের নাম।
ছাত্র রাজনীতিতে দেশে এখন এক পরিচিত নাম কানহাইয়া কুমার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আজাদির স্লোগান ওঠার পর তাঁর গ্রেফতারি ও জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সরাসরি কেন্দ্রের
বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। এবং প্রবল জনপ্রিয়তাও অর্জন করেছেন। এরকম একজন নেতাকে দলের কর্মসমিতিতে এনে কি সিপিআই এক নতুন বার্তা দিতে চাইছে? উঠছে প্রশ্ন। পাশাপাশি, কানহাইয়াকে এবার কি নির্বাচতনেও লড়াই করতে দেখা যাবে সে প্রশ্নও থেকে যাচ্ছে?
আরও পড়ুন-'দেশের প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি': মোদী
এদিকে, সিপিআইএর সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এস সুধারক রেড্ডি(৭৬)। এনিয়ে তিনবার দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। উল্লেখ্য, এবার কেরল থেকেই দলের কর্মসমিতিতে স্থান পেয়েছেন মোট ১৫ জন।
আরও পড়ুন- সন্তান আর নেই, বিচ্ছেদের পর স্বামীকে বাড়ি থেকে তাড়ালেন সোফিয়া
অন্যদিকে, দলের কর্মসমিতি থেকে বাদ পড়েছেন দলের প্রবীণ নেতা সি দিবারকণ, সত্যেন মোকেরি, সি এন চন্দ্রন ও কমলা সদানন্দনের মতো নেতারা। কর্মসমিতি থেকে বাদ পড়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন দিবারকণ। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘দলে আমার কোনও গড ফাদার নেই। কারও সমর্থন নিয়ে দলের কর্মসমিতিতে আসতে চাইও না।’