হঠাত্ বুকে ব্যথা, দিল্লি এইমসে ভর্তি মনমোহন সিং

রাখা হয়েছে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে

Updated By: May 10, 2020, 11:23 PM IST
হঠাত্ বুকে ব্যথা, দিল্লি এইমসে ভর্তি মনমোহন সিং

নিজস্ব প্রতিবেদন: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুকে ব্যথা অনুভব করায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে রবিবার রাত পৌনে নটা নাগাদ তাঁকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। বর্তমানে  কার্ডিও থোরাসিক ওয়ার্ডে তাঁকে অবজার্ভেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন-কলকাতা-দক্ষিণ ২৪ পরগনা-হুগলিতে বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা

হাসপাতাল সূত্রে খবর, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তাঁর চিকিত্সার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা নীতীশ নায়েক।

উল্লেখ্য, লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মনমোহন। চিকিত্সকরা তাঁকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন। ২০০৯ সালে একবার তাঁর বাইপাস সার্জারি হয়ে গিয়েছে। তার পর থেকেই বেশ দুর্বল হয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-আপনার জেলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কোথায় দাঁড়িয়ে, জেনে নিন সর্বশেষ পরিস্থিতি

অসুস্থ থাকলেও লকডাউন পরবর্তি সময়ে রাজনীতিতে সচল ছিলেন মনমোহন। সম্প্রতি সোনিয়া ও কংগ্রসি মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন। দেশের অর্থনীতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, তৃতীয় দফার লকডাউনের পর কী করবে তা স্পষ্ট করুক সরকার।

.