নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই শুরু গোরক্ষকদের তাণ্ডব। এবার মধ্যপ্রদেশের সিওনিতে। এক দম্পতি সহ মোট চারজনকে গাছে বেঁধে, রাস্তায় ফেলে পেটাল কয়েকজন যুবক। সন্দেহ, গোমাংস নিয়ে যাচ্ছিল ধৃতরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাংলায় সাফল্যের পর মমতাকে 'জয় শ্রী রাম' কুর্তি উপহার পাঠালেন বিজেপি নেতা 


ঘটনাটি দিন তিনেক আগের। সিওনির স্বঘোষিত গোরক্ষকদের কাছে খবর আসে এক দম্পতি ও দুই পুরুষ অটো রিকসা চড়ে গোমাংস নিয়ে যাচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোরক্ষকরা তাড়া করে তাদের ধরে ফেলে। তার পর রিকসা থেকে নামিয়ে শুরু হয় মারধর। গোরক্ষখদের অভিযোগ, ধৃতরা গোমাংস নিয়ে যাচ্ছিল।



দুজন যুবককে একটি গাছে বেঁধে বেধড়ক পেটানো হয়। অন্য একজনকে জনতার সামনেই প্রকাশ্য রাস্তায় ফেলে মারা হয়। ধৃত মহিলার স্বামীকে বলা হয় স্ত্রীকে জুতো দিয়ে মারতে। শুধু তাই নয় তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ধৃতদের। মারধর করার পর ওইসব ধৃতদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়।


আরও পড়ুন-মায়ের আর্শীবাদ নিয়ে নতুন ভারত গঠনের লড়াইয়ে নামতে চলেছেন নমো      


এখনও প্রর্যন্ত ওই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে। তার নাম শুভম। প্রজ্ঞা ঠাকুরের প্রচারে এই শুভমকে দেখা গিয়েছিল বলে দাবি সংবাদমাধ্যমে।