বাংলায় সাফল্যের পর মমতাকে 'জয় শ্রী রাম' কুর্তি উপহার পাঠালেন বিজেপি নেতা
May 25, 2019, 11:59 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের ফল প্রকাশের পরও রাম নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়ছে না বিজেপি। এবার মমতাকে 'জয় শ্রী রাম' লেখা কুর্তা পাঠাতেন বিজেপি নেতা তেজিন্দর সিং বগ্গা।
2/5
চন্দ্রকোণায় সভায় যাওয়ার আগে মমতার কনভয়ের সামনে তিন যুবকের 'জয় শ্রী রাম' ধ্বনি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। ওই তিন জনকে আটক করে পুলিস। এরপরই বিজেপি নেতৃত্ব, এমনকি মোদী-শাহ বলতে শুরু করেন, জয় শ্রী রাম বললে গ্রেফতার করেছেন মমতা।
photos
TRENDING NOW
3/5
অমিত শাহের রোড শোয়ে গণ্ডগোল বাঁধানোয় দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গাকে মাঝরাতে আটক করে পুলিস। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বহিরাগত এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। সেই বাগ্গাই মমতাকে পাঠালেন কুর্তা।
4/5
টুইটারে তেজিন্দর লিখেছেন, শুনলাম দিদি প্রতিবছর মোদীজিকে কুর্তা পাঠান। তাই ওনাকে উপহার পাঠানো আমাদের দায়িত্ব। ওনাকে জয় শ্রী রাম লেখা মহিলাদের একটা কুর্তা পাঠাচ্ছি। অনুগ্রহ করে কুর্তাটি পরে টুইট করবেন। বলে রাখি, মুখ্যমন্ত্রী চিরকালই শাড়িতেই স্বাচ্ছন্দ্য।