বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা- গান্ধীনগর নয় আডবাণী হয়তো ভোপাল থেকে, মোদীর `সেকেন্ড`ভদোদরায়!
রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে প্রার্থী ঠিক করতে আজ বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। দিল্লিতে বৈঠকে স্থির হতে পারে নরেন্দ্র মোদীর জন্য দ্বিতীয় আসনের নাম। সূত্রের খবর, ভদোদরা থেকে লড়তে পারেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ইতিমধ্যেই বারানসী কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী। স্থির হতে পারে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর আসনও।
রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে প্রার্থী ঠিক করতে আজ বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। দিল্লিতে বৈঠকে স্থির হতে পারে নরেন্দ্র মোদীর জন্য দ্বিতীয় আসনের নাম। সূত্রের খবর, ভদোদরা থেকে লড়তে পারেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ইতিমধ্যেই বারানসী কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী। স্থির হতে পারে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর আসনও।
একদল চান আডবাণী তাঁর নিজের কেন্দ্র গুজরাটের গান্ধীনগর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুন। অন্য অনেকেই চান তিনি ভোপাল থেকে লড়াই করুন। আজকের বৈঠকে চূড়ান্ত হবে রাজস্থানের আসনগুলি এবং মধ্যপ্রদেশ-উত্তর প্রদেশের বাকি আসনগুলিতে বিজেপি প্রার্থীদের নাম।
এদিকে, বারানসী কেন্দ্রে মোদীর বিরুদ্ধে কংগ্রেস কাকে দাঁড় করাবে তা নিয়ে জোর জল্পনা চলছে।