চতুর্থিতে সেলফি স্টিক দিয়ে বাবা মা ভাইয়ের সঙ্গে সেলফি তুলছেন গণেশ
একটা সেলফি হবে নাকি? হ্যাঁ, হোক হোক। কৈলাশ থেকে অনেকদিন পর কলকাতা সফরে সপরিবারে মা দুর্গা। গণেশের তো আবার মুম্বই হয়ে কলকাতায় আসতে হয়। তাই 'জানে সে পেহেলে', সেলফি। মর্তের সেলফি ট্রেন্ডে নিজেকে সামিল না করলে আদ্যি কালের গনেশ দাদা নাকি মর্ডানই হবে না, এমনটাই গসিপ চলছে কৈলাশ নিবাসীদের। মর্ডান হবার ধাক্কায় ভুড়ি কমেছে গনশা'র। হেভি ডায়েটে কোপ পড়েছে লাড্ডু ভোজনেও। অগত্তা সেলফি টাই আর বাদ যায় কেন? বাবা, মা, ভাই কার্তিকের সঙ্গে ফ্যামিলি সেলফিতে গণেশ। মুম্বইয়ের এক পুজা মণ্ডপে পূজিত হবেন এমনই এক মূর্তি, যেখানে পরিবারেরে সঙ্গে সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছেন সয়ং গণপতি বাপ্পা।
ওয়েব ডেস্ক: একটা সেলফি হবে নাকি? হ্যাঁ, হোক হোক। কৈলাশ থেকে অনেকদিন পর কলকাতা সফরে সপরিবারে মা দুর্গা। গণেশের তো আবার মুম্বই হয়ে কলকাতায় আসতে হয়। তাই 'জানে সে পেহেলে', সেলফি। মর্তের সেলফি ট্রেন্ডে নিজেকে সামিল না করলে আদ্যি কালের গনেশ দাদা নাকি মর্ডানই হবে না, এমনটাই গসিপ চলছে কৈলাশ নিবাসীদের। মর্ডান হবার ধাক্কায় ভুড়ি কমেছে গনশা'র। হেভি ডায়েটে কোপ পড়েছে লাড্ডু ভোজনেও। অগত্তা সেলফি টাই আর বাদ যায় কেন? বাবা, মা, ভাই কার্তিকের সঙ্গে ফ্যামিলি সেলফিতে গণেশ। মুম্বইয়ের এক পুজা মণ্ডপে পূজিত হবেন এমনই এক মূর্তি, যেখানে পরিবারেরে সঙ্গে সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছেন সয়ং গণপতি বাপ্পা।
সেই ছবি ফেসবুক, টুইটারে ছড়িয়ে পড়তেই সবাই হেসেই খুন। কেউ কেউ বলছেন, ওই দেখো গণেশ সেলফি নিচ্ছে, আবার কেউ বলছে সেলফি ট্রেন্ডে নিজেকে সামিল করলেন গণেশ।
Pop culture overshadowing actual culture. Too much? "@subbureddyy: Now a selfie Ganesha too wtf wtf wtf pic.twitter.com/pK4iNo4o3m"
— Anuja G (@AnujazzZ) September 12, 2015