গ্যাস-কেরোসিনের দাম বাড়ছে! জানা যাবে সন্ধ্যার মধ্যেই

আজ সন্ধ্যাতেই গ্যাস-কেরোসিনের দাম বৃদ্ধির ঘোষণা?

Updated By: Jun 25, 2014, 03:14 PM IST

আজ বিকেলে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। গ্যাস, কেরসিন, পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় গ্যাস, কেরসিনের দাম বাড়ানোর সুপারিশ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। দাম না বাড়ানো হলে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির লোকসানের বহর বাড়াবে। ফলে দাম বাড়িয়ে লোকসান কমাতে চায় পেট্রোলিয়াম মন্ত্রক।

এদিকে, আজ থেকে বর্ধিত রেলভাড়া কার্যকর হল দেশজুড়ে। দূরপাল্লাই হোক, বা লোকাল ট্রেন--সবক্ষেত্রেই বেড়েছে ভাড়া। যাঁরা আগে টিকিট কেটেছিলেন তাঁদেরকেও ভাড়ার বাড়তি টাকা দিতে হবে। বুকিং অফিস কিংবা ট্রেনে টিকিট চেকারদের কাছে জমা করতে হবে ওই টাকা। আজ থেকে মহার্ঘ্য হল ট্রেনের মান্থলিও। আর্থিক দৈন্যদশার কারণ দেখিয়ে গত বিশে জুন ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করেছিল রেল।

এভাবে রেল বাজেটের কিছুদিন আগে কোনওরকম আলোচনা ছাড়া ভাড়া বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধীরা। এনডিএ-র একাধিক শরিকও ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে সামিল। সাধারণ মানুষের মধ্যে এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া ধরা পড়েছে। ভাড়া বাড়ায় চাপ যে বাড়ল একথা মানছেন সকলেই। তবে অনেকেরই মত, ট্রেনে পরিষেবার মান উন্নত করার দিকে এবার জোর দেওয়া হোক।

.