ফের পালঘর, এবার গোরক্ষককেই পিটিয়ে আধমরা করল গরু পাচারকারীরা

ওই ঘটনা নিয়ে এবার সরব হয়েছে রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে তাদের দাবি কড়া ব্যবস্থা নিতে হবে ওইসব গরুপাচারকারীদের বিরুদ্ধে।

Updated By: Oct 20, 2020, 03:33 PM IST
ফের পালঘর, এবার গোরক্ষককেই পিটিয়ে আধমরা করল গরু পাচারকারীরা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: এবার আর 'গোরক্ষক'-রা গরু পাচারকারীদের নয়, গরু পাচারকারীরাই এক গোরক্ষক-কে বেদম পেটাল। তাও আবার পুলিসের উপস্থিতিতে।

দুই সাধুকে পিটিয়ে মারার ঘটনার পর ফের খবরে মহারাষ্ট্রের পালঘর জেলা। অভিযোগ, পালঘরের নালাসোপারায় বছর ছাব্বিশের এক গো রক্ষককে পিটিয়ে আধমরা করেছে ১৫০ জন গরু পাচারকারীর একটি দল।

আরও পড়ুন-মামলার অনুমতি পেল ফোরাম ফর দুর্গোত্সব! পুজো নিয়ে হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনা কাল

হামলার শিকার রাজেশ পল এলাকায় গোরক্ষক হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি কাজও করেন ভাসাই-বিরার-এর এক পশু কল্যাণ আধিকারিক হিসেবে।

গত রবিবার রাজেশের কাছে খবর আসে বুরহান চক এলাকায় গরু পাচার করা হচ্ছে। ওই খবর পেয়েই তিনি তিন পুলিস কর্মীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় চলে যান। পুলিসে একটি অভিযোগও করেন।

রাজেশ পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিসের সামনেই তাকে মারধর করে আধমরা করে দেয় জনতা। তাকে নিকটবর্তি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি!

ওই ঘটনা নিয়ে এবার সরব হয়েছে রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে তাদের দাবি কড়া ব্যবস্থা নিতে হবে ওইসব গরুপাচারকারীদের বিরুদ্ধে।

জেলা বিজেপি সহ-সভাপতি মনোজ বারোট সংবাদমাধ্যমে বলেন, গরু পাচারের অভিযোগ পেয়েই পুলিসে অভিযোগ করেন রাজেশ। তারপর তিন পুলিসকর্মীকে নিয়ে বুরহানচকে গিয়ে পাচারের বাধা দিলে ১৫০-২০০ লোক জড়ো হয়ে তাকে প্রবল মারধর করে।

.