বঙ্গ কংগ্রেসের হাল ফেরাতে বদল পর্যবেক্ষক, জোশীর জায়গায় এলেন তরুণ মুখ গৌরব
পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল গৌরব গগৈকে।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে কংগ্রেসের পুনরুজ্জীবনে তারুণ্যের শক্তিতে ভরসা রাখল কংগ্রেস হাইকম্যান্ড। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল গৌরব গগৈকে। সিপি জোশীর জায়গায় এলেন ৩৫ বছরের সাংসদ। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব।
পশ্চিমবঙ্গের সঙ্গে আন্দামান ও নিকোবরের দায়িত্বও পেয়েছেন গৌরব গগৈ। উল্লেখ্য, গৌরব গগৈ কংগ্রেসের সাধারণ সম্পাদকও নন। এই বেনজির পদক্ষেপ থেকে স্পষ্ট, ২০১৯ সালের আগে তরুণ মুখকেই বাজি করছেন রাহুল গান্ধী। বাংলায় কংগ্রেসের অবস্থা শোচনীয়। একসময়ের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গেও কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। মালদহের মতো জেলায় পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে তিনে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি।
উত্তর-পূর্বের রাজ্যগুলি, বিহার, পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের দায়িত্বে ছিলেন সিপি জোশী। তবে তাঁর পারফরম্যান্সে খুশি ছিল না কংগ্রেস হাইকম্যান্ড। গত এপ্রিলে বিহারে কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে জোশীর জায়গায় আনা হয় গুজরাটের কংগ্রেস নেতা শঙ্করসিং গোহিলকে।
আরও পড়ুন- নাগপুরে স্বয়ংসেবকদের উদ্দেশে ভাষণ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়