Gautam Adani: মুকেশ আম্বানিকে টেক্কা, ভারতের সবচেয়ে ধনী এবার গৌতম আদানি

গৌতম আদানির মোট সম্পদও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদ বেড়েছে ৭.৬ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানি দ্বাদশ স্থান থেকে ত্রয়োদশ স্থানে নেমে এসেছেন। 

Updated By: Jan 5, 2024, 02:08 PM IST
Gautam Adani: মুকেশ আম্বানিকে টেক্কা, ভারতের সবচেয়ে ধনী এবার গৌতম আদানি
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্ডেনবার্গ মামলা সুপ্রিম কোর্টে এখনও চলছে। হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানির শেয়ারে বড় পতনও হয়। তবে সমস্ত সমালোচনার ঝড় সামলেও শিরোনামে গৌতম আদানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতের ধনীতম ব্যক্তি হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। শুধু তাই নয়, গৌতম আদানি বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় দ্বাদশ স্থানে পৌঁছেছেন। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, PM Modi: লাক্ষাদ্বীপে নিরিবিলিতে ‘নমো’! দ্বীপপুঞ্জের অপার সৌন্দর্য্যে মুগ্ধ প্রধানমন্ত্রী...

গৌতম আদানির মোট সম্পদও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদ বেড়েছে ৭.৬ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানি দ্বাদশ স্থান থেকে ত্রয়োদশ স্থানে নেমে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির সম্পদ ৯৭ বিলিয়ন ডলার। গত ২৪ ঘণ্টায় তাঁর মোট সম্পদ ৬৬৫ মিলিয়ন ডলার হয়েছে।

গ্রুপ শেয়ারের এই উত্থান ফের আম্বানির থেকে আদানিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আদানি-হিন্ডেনবুর্গ কাণ্ডে সেবি-র তদন্তের উপর আস্থা রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই শর্ট সেলারের অভিযোগ নিয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। ১০০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা, শ্রীলঙ্কায় বন্দর প্রকল্পের জন্য মার্কিন সরকারের সমর্থন এবং তিনটি হিন্দি বেল্ট রাজ্যে বিজেপির জয়ের পরে সামগ্রিক বাজারের মনোভাবও এই পরিস্থিতিতে অবদান রেখেছে।

প্রসঙ্গত, ২৪ জানুয়ারি ২০২৩ আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিল। হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানির শেয়ারে বড় পতন হয়েছে। বিষয়টি নিয়ে রাজপথ থেকে সংসদ পর্যন্ত তোলপাড় সৃষ্টি হয়। এছাড়াও,  SEBI কে ২৪ টির মধ্যে বাকি ২টি মামলা তদন্ত করার জন্য আরও ৩ মাস সময় দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, Dating App: 'ডেটিং অ্যাপে আলাপ, ম্যাট্রিমোনিয়াল সাইটে নয়', ধর্ষণে অভিযুক্তকে জামিন হাইকোর্টের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.