শেষ পর্যন্ত নিজের বয়স বিতর্কের নিরসন ঘটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। সোমবার সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত নিজের বয়স বিতর্কের নিরসন ঘটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। সোমবার সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতে গেলেন কোনও কর্তব্যরত সেনাপ্রধান। এর আগে অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকালে নৌপ্রধানের পদ থেকে বরখাস্ত হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অ্যাডমিরাল বিষ্ণু ভাগবত।
সরকারি রেকর্ডে জেনারেল ভি কে সিংয়ের বয়স সংক্রান্ত দু`রকম তথ্য নথিভুক্ত রয়েছে। তার জন্য দায়ী সেনাপ্রধান স্বয়ং। তাঁর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে জন্ম তারিখ হিসেবে ১৯৫১ সালের ১০ মে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী কালে ইউপিএসসি`র প্রবেশিকা পরীক্ষায় এবং সেনাবাহিনীর পার্সোনেল বিভাগে তিনি নিজের জন্ম তারিখ হিসেবে ১৯৫০ সালের ১০ মে তারিখের উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রক ইউপিএসসি এবং পার্সোনেল বিভাগে দেওয়া তথ্যটিকেই প্রামাণ্য বলে মনে করছে। এই হিসেবে চলতি বছরের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা।
কিন্তু অবসর গ্রহণে নারাজ জেনারেল সিংয়ের দাবি, ম্যাট্রিকুলেশনের শংসাপত্রে তাঁর প্রকৃত বয়স উল্লিখিত হয়েছে। এই হিসেবে তাঁর অবসর গ্রহণের দিন, ২০১৩-র ৩১ মে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেনাপ্রধানের আর্জি খারিজ করার পর এবার নিজের দাবি প্রতিষ্ঠা করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রাজপুতানা রেজিমেন্টের কুশলী কম্যান্ডো অফিসার।
VAN-W
|
VS |
SAM-W
|
Vanuatu Women beat Samoa Women by 9 runs | ||
Full Scorecard → |
SAM-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Samoa Women by 4 wickets | ||
Full Scorecard → |
VAN-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Vanuatu Women by 35 runs | ||
Full Scorecard → |