হিমবাহ আছড়ে পড়ায় জোশীমঠ হৃষিকেশে প্রলয়, চালু হেল্পলাইন

হরিদ্বার পর্যন্ত জারি করা হয়েছে High Alert। ফাঁকা করা হচ্ছে ধৌলিগঙ্গা পার্শ্ববর্তী গ্রাম। 

Updated By: Feb 7, 2021, 02:17 PM IST
হিমবাহ আছড়ে পড়ায় জোশীমঠ হৃষিকেশে প্রলয়, চালু হেল্পলাইন

নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করে জানিয়েছেন হেল্প লাইন নম্বর। তিনি টুইট করে জানান, আপনি যদি ক্ষতিগ্রস্ত জায়গায় আটকে থাকেন, যদি আপনার কোনও প্রকারের সাহায্যের প্রয়োজন হয় তবে দুর্যোগ অপারেশন সেন্টার নম্বর 1070 বা 9557444486 নম্বরে যোগাযোগ করুন। 

 

আরও পড়ুন: BIG BREAKING : উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস, হরিদ্বার পর্যন্ত High Alert

 

 

 

প্রসঙ্গত, জোশীমঠ  হৃষিকেশে ভয়াবহ তুষার ধস। কেদারনাথের স্মৃতি উষ্কে আছড়ে পড়েছে বরফ জল। ভেঙেছে দুটি বাঁধ। জলের স্তর ক্রমশ বেড়ে চলেছে। হরিদ্বার পর্যন্ত জারি করা হয়েছে High Alert। ফাঁকা করা হচ্ছে ধৌলিগঙ্গা পার্শ্ববর্তী গ্রাম। উদ্ধার কাজে ITBP ,NDRF, SDRF। 

.