বেঙ্গল যা পারে গোয়া পারে না কেন? কেন এত বেকার? কোথায় সরকারি নীতি? প্রশ্ন Mamata-র

বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মমতা (Mamata Banerjee)। 

Updated By: Oct 29, 2021, 09:04 PM IST
বেঙ্গল যা পারে গোয়া পারে না কেন? কেন এত বেকার? কোথায় সরকারি নীতি? প্রশ্ন Mamata-র

নিজস্ব প্রতিবেদন: গোয়ায় বুদ্ধিজীবীদের মাঝে বাংলার উন্নয়ন ফেরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী জানান, বাংলায় সমস্ত সুযোগ-সুবিধাই মেলে বিনামূল্যে। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্পগুলি উল্লেখ করেছেন। পর্যটনকেন্দ্র হওয়া সত্ত্বেও গোয়ায় কেন কর্মসংস্থান নেই, সেই প্রশ্নও তুলেছেন মমতা।     

বাংলায় তাঁর সরকারের কাজের কথা এ দিন তুলে ধরেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,''নির্বাচন ছাড়া ওরা কিছু বোঝে না। আমাদের রাজ্যে সব ফ্রি। কিডনি থেকে হার্ট ট্রান্সপ্লান্টের চিকিৎসা বিনামূল্যে হয়। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো- সব ফ্রি। বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। হিন্দু-মুসলিম, শিখা-ক্রিষ্ট্রান বিভাজন করি না। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্টফোন দিই। স্থানীয় প্রায় ২ লক্ষ শিল্পী মাসে ১ হাজার পান। কেউ মারা গেলে বা বিবাহে সাহায্য করি। সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছি। ৫০০ টাকা পান সাধারণ মহিলারা। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। গত মাসে ৫০ হাজার ফুটবল দিয়েছি। বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলায়। ৪২ বিশ্ববিদ্যালয় আছে।''

গোয়ায় কর্মসংস্থানের প্রশ্নেও বিজেপিকে বিঁধেছেন নেত্রী। তাঁর কথায়,''বেঙ্গল যা পারে গোয়া পারে না কেন! পর্যটনে শীর্ষে। তাহলে কেন গোয়ায় এত বেকার? কোথায় সরকারি নীতি, উদ্ভাবনী শক্তি? যুব সম্প্রদায় নিজের পায়ে দাঁড়াতে চায়। আমাদের সাহায্য করতে হবে।''

গোয়ায় তৃণমূল জোট করতে পারে বলে জল্পনা। সেই জল্পনা বাড়ালেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান,''এখানে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছি। গোয়ার ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। গোয়া ভবিষ্যতের স্বর্ণখনি। তাই ভাবলাম গোয়া থেকে শুরু করি। আমরা একসঙ্গে কাজ করব। আমি ঘনঘন আসব। আমাদের দীঘা আছে। আপনাদের গোয়া। আমাদের সমুদ্রতট আছে। আগে বলেছিলাম, দিঘাকে গোয়া করব। আপনারা ফুটবল পছন্দ করেন। আমরাও মাছ ভালোবাসি। কোথায় তফাৎ? বিষ ছড়াচ্ছে বিজেপি।'' 

বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,''ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করি না। এই দেশ গণতন্ত্রের স্বর্ণখনি। জাভেদ আখতারের সিনেমাকে অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ উনি বিজেপি করেন না। আমি মানবতাকে ভালোবাসি। মানবতা মানুষের সঙ্গে মানুষকে পৃথক করে না। আমরা বিশ্বকে দেখাতে চাই, যে কেউ যেখানে ইচ্ছে যেতে পারে। সকলে নিজের পরিচয় নিয়ে যেন গর্বিত হতে পারে।''

আরও পড়ুন- মাঝ নভেম্বরেই খুলছে স্কুল-কলেজ, নবম থেকে দ্বাদশ পর্যন্ত অনুমতি নবান্নের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

      

 

.