যৌন সক্ষমতার পরীক্ষায় উতরে গেলেন তেজপাল, এই রিপোর্টের জেরে বিপদ বাড়ল স্টিংকিং-এর
যৌন সক্ষমতার পরীক্ষায় উতরে গেলেন তরুণ তেজপাল। আর এই রিপোর্টের জেরেই সম্ভবত আরও বেশি বিপাকে পড়ছেন স্টিং কিং। তরুণী সহকর্মীকে ধর্ষণের অভিযোগের তদন্তে এই রিপোর্ট গোয়া পুলিসের অন্যতম হাতিয়ার হতে পারে। তবে, এখনও পর্যন্ত তেজপাল সবরকম সহযোগিতা করছেন বলে জানিয়েছে গোয়া পুলিস।
যৌন সক্ষমতার পরীক্ষায় উতরে গেলেন তরুণ তেজপাল। আর এই রিপোর্টের জেরেই সম্ভবত আরও বেশি বিপাকে পড়ছেন স্টিং কিং। তরুণী সহকর্মীকে ধর্ষণের অভিযোগের তদন্তে এই রিপোর্ট গোয়া পুলিসের অন্যতম হাতিয়ার হতে পারে। তবে, এখনও পর্যন্ত তেজপাল সবরকম সহযোগিতা করছেন বলে জানিয়েছে গোয়া পুলিস।
ভাঙবেন তবু মচকবানে না তরুণ তেজপাল। পুলিসের সঙ্গে `হাইড অ্যান্ড সিক`খেলে অবশেষে জেলে ঢুকেছেন ঠিকই কিন্তু তেজ এখনও কমেনি তেজপালের। গতকাল প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয় তেহলকার `প্রাণপুরুষ`কে। সূত্রের খবর তেজপাল নাকি এক কথাই বারবার বলছেন। এদিকে আজও `স্টিং কিং`কে জেরা করবে পুলিস। আজ তাঁর স্বীকারক্তি আদায়ের চেষ্টা করা হবে৷ পুলিস ইন্সপেক্টর সুনীতা সাওয়ন্ত তেজপালকে জেরা করার দায়িত্ব পাচ্ছেন।
অভিযুক্ত বারবার জেরা করা হয় যাতে প্রতিবারের জেরায় কিছু আড়াল করলে পরের বার সেটা ফাঁস হয়ে যায়। ক্রমাগত জেরার মুখে অভিযুক্ত অনেক সময়ই ভেঙে পড়ে। তেজপাল কিন্তু এখনও অটুট। ভেঙে পড়ার কোনও লক্ষণই নাকি নেই। তবে পুলিস এখনও আশাবাদী। গোয়েন্দারা নাকি সেই মহিলাকে লিফটে যৌন হেনস্তা করার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন।
রবিবার দায়রা আদালতে তোলা হলে তেজপালকে ৬ দিনের জন্য পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷যদিও তেজপালের ১৪ দিনের পুলিসি হেফাজতের জন্য আদালতে আবেদন করেছিল গোয়া পুলিস৷