টাকার পতন রোধে সোনা-রুপোর আমদানী শুল্ক বাড়ল

টাকার পতন আটকাতে ও কমে যাওয়া রাজস্ব বৃদ্ধির আশায় এবার সোনার উপর আমদানি শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোনার সঙ্গেই প্ল্যাটিনাম আর রুপোর উপর বাড়ছে আমদানি শুল্ক।

Updated By: Aug 13, 2013, 08:05 PM IST

টাকার পতন আটকাতে ও কমে যাওয়া রাজস্ব বৃদ্ধির আশায় এবার সোনার উপর আমদানি শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোনার সঙ্গেই প্ল্যাটিনাম আর রুপোর উপর বাড়ছে আমদানি শুল্ক।
সোনার উপর আমদানী শুল্ক ৮% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। রুপোর আমদানী শুল্ক ৬% থেকে বেড়ে হয়েছে ১০%। অর্থ মন্ত্রক থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই বর্ধিত শুল্কের কথা জানানো হয়েছে।
আকরিক সোনা রুপোর উপর শুল্কও ৭% থেকে বেড়ে ১০% করা হয়েছে।
সোনা-রুপোর বর্ধিত শুল্ক থেকে চলতি আর্থিক বর্ষে ৪৮৩০ কোটি টাকা লাভের আশা করছে অর্থ মন্ত্রক।
গয়নার সোনার অন্তঃশুল্ক ৭% থেকে বাড়িয়ে ১০% করার সিদ্ধান্তও নিয়েছে অর্থ মন্ত্রক।

.