প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের জন্য সুখবর

প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের জন্য সুখবর। EPFO সিদ্ধান্ত নিয়েছে যে ১ এপ্রিল থেকে ইনঅপারেটিভ অ্যাকাউন্টের ওপরেও সুদ প্রদান করবে। এর ফলে প্রায় ৯ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।

Updated By: Mar 30, 2016, 10:36 AM IST
প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের জন্য সুখবর

ওয়েব ডেস্ক: প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের জন্য সুখবর। EPFO সিদ্ধান্ত নিয়েছে যে ১ এপ্রিল থেকে ইনঅপারেটিভ অ্যাকাউন্টের ওপরেও সুদ প্রদান করবে। এর ফলে প্রায় ৯ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।

প্রসঙ্গে শ্রমমন্ত্রী জানিয়েছেন, অকার্যকর অ্যাকাউন্টগুলির ওপর থেকে সুদ প্রদান বন্ধ করে দিয়েছিল UPA সরকার। এবার তাঁরা ফের এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে সুদ প্রদানের কাজ শুরু করেছেন। এর ফলে কোনও অ্যাকাউন্টই আর ইনঅপারেটিভ থাকবে না। অ্যাকাউন্টগুলিতে সুদ প্রদানের কাজ শুরু হবে ১ এপ্রিল থেকে। অসংখ্য মানুষ এর ফলে খুবই উপকৃত হবেন। অর্থমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে।

.