গুগল ডুডলে আজ স্বাধীন ভারতের প্রথম স্ট্যম্প

Updated By: Aug 15, 2014, 09:59 AM IST
গুগল ডুডলে আজ স্বাধীন ভারতের প্রথম স্ট্যম্প

স্বাধীনতা দিবসের ডুডলে এবার স্বাধীন ভারতের প্রথম স্ট্যাম্প নিয়ে এল গুগল ইন্ডিয়ার পেজ।

১‍৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার তিন মাস পর ২১ নভেম্বর প্রকাশিত হয় এই স্ট্যাম্প। ভারতের পতাকার ওপর হিন্দিতে লেখা জনপ্রিয় স্লোগান 'জয় হিন্দ'। স্ট্যাম্পটির দাম ছিল সাড়ে ৩ আনা।

গুগল ইন্ডিয়া ২০০৩ সালে প্রথম স্বাধীনতা দিবসের ডুডল নিয়ে আসে। এরপর থেকে টানা ১১ বছর ডুডল পেজে কখনও ফুটে উঠেছে ভারতের জাতীয় পতাকা, কখনও বা অশোক চক্র। তবে ২০০৪ সালের স্বাধীনতা দিবসে কোনও ডুডল প্রকাশ করেনি গুগল ইন্ডিয়া। ২০০৫ সালে ফের ডুডল নিয়ে ফেরে গুগল ইন্ডিয়ার পেজ। ২০০৩ সালে গুগলের দ্বিতীয় 'o'-এর জায়গায় ছিল অশোক চক্র, 'l'-এর ওপর উড়ছিল ভারতের জাতীয় পতাকা। ২০০৫ সালের ডুডলেও 'o'-এর জায়গায় এসেছে অশোক চক্র।

এক বছর পর ২০০৬ সালে গুগলের লোগোর ওপর দিয়েই উড়ছিল জাতীয় পতাকা। এর পরের দু'বছরও প্রায় একইরকম থেকেছে ডুডল। কিছুটা বদলেছে পতাকার অবস্থান। এরপর ২০০৯ সালে আবারও ডুডল থেকে দুরে থেকেছে গুগল ইন্ডিয়া। ২০১০ সালের ডুডল ছিল সত্যিই অভিনব। গুগলের দ্বিতীয় 'o' -এর জায়গায় ছিল তিরঙ্গা রঙ্গোলি। ২০১০ সালে ডুডলে এসেছে লাল কেল্লা, ২০১২তে এসেছে ভারতের জাতীয় পাখি ময়ূর।

আর গতছর ২০১৩ সালের ডুডল ছিল তিরঙ্গা রিবনে লেখা গুগল।

 

 

 

.