জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা বিক্রান্ত ম্যাসি বলিউডের নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন। '12th fail' সিনেমায় মনোজ শর্মার ভূমিকা হোক বা 'মির্জাপুর'-এর বাবলু পণ্ডিতের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাত্কারে বিক্রান্ত তাঁর মন্তব্যের জেরে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন। অভিনেতা তাঁর আসন্ন ছবি 'দ্য সবরমতি রিপোর্ট' প্রচারের সময় একটি বিবৃতি দিয়েছিলেন।
Add Zee News as a Preferred Source
এক সাক্ষাত্কারে তিনি বলেন, "আমাদের বুঝতে হবে যে আমরা একটি খুব তরুণ জাতি। আমরা ফরাসি, ডাচ এবং মুঘল এবং অবশেষে ব্রিটিশদের দ্বারা আক্রমণ ও শাসিত হয়েছিলাম। শত শত বছর পর নিপীড়নের শিকার হয়ে অবশেষে আমরা পেয়েছি 'সো কলড স্বাধীনতা', কিন্তু আসলে কি সেটা স্বাধীনতা?"
তিনি আরও বলেন, 'তারা একটি ঔপনিবেশিক হ্যাংওভার রেখে গিয়েছে এবং আমরা এটিকে আটকে রেখেছি। আমি মনে করি হিন্দুরা অবশেষে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে তারা তাদের নিজস্ব পরিচয় দাবি করতে পারছে।' যদিও স্বাধীনতার বিষয়ে বিক্রান্তের এই মন্তব্য মোটেও ভালো চোখে দেখেননি নেটিজেনরা। অভিনেতাকে তীব্র নিন্দা করে তাঁকে অভিনেত্রী-বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনা করেছেন, যিনি তাঁর ডানপন্থী চিন্তাভাবনার জন্য পরিচিত।
একজন লেখেন, 'এঁর এত বড় সাহস, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করছে', অন্যজন একজন লেখেন, 'বিক্রান্ত ম্যাসি কঙ্গনার মেল ভার্সান হওয়ার চেষ্টা করছে। লাখ লাখ মানুষ তাদের জীবন উত্সর্গ করেছে, আর এই মানুষটা সেটাকে 'সো কলড আজাদি' বলছে।'
আরও পড়ুন:Abhishek Bachhan | Shweta Bachhan: 'অভিষেক ভয় পাচ্ছে', ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ভাইরাল শ্বেতার মন্তব্য...
তবে এটা প্রথমবার নয় যে ছবির প্রচারের সময় তার সাক্ষাত্কার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। অন্য একটি সাক্ষাত্কারে, অভিনেতা বলেছিলেন যে তিনি আগে বিজেপির সমালোচক হিসাবে পরিচিত ছিলেন, তার রাজনৈতিক অবস্থান এখন পরিবর্তিত হয়েছে। 'দ্য সবরমতী রিপোর্ট' ছবিতে বিক্রান্তকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। যেখানে তিনি গোধরায় সবরমতি এক্সপ্রেস পোড়ানোর সত্যতা উন্মোচন করার জন্য, যার ফলে ২০০২ সালে গুজরাত দাঙ্গা হয়েছিল। বিক্রান্ত ছাড়াও যে ছবিতে রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরাও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)