জমি অধিগ্রহণ বিল নিয়ে ``বৃহত্তর ঐক্যমত`` রাজনৈতিক দলগুলির
সংসদের চলতি বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে জমি অধিগ্রহণ বিল। সংসদে বিলটি পেশ করার ব্যাপারে ``বৃহত্তর ঐক্যমত``-এ পৌঁছেছে রাজনৈতিক দলগুলি। নব্বই মিনিটের সর্বদলীয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ ও লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।
সংসদের চলতি বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে জমি অধিগ্রহণ বিল। সংসদে বিলটি পেশ করার ব্যাপারে ``বৃহত্তর ঐক্যমত``-এ পৌঁছেছে রাজনৈতিক দলগুলি। নব্বই মিনিটের সর্বদলীয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ ও লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।
নয়া বিলটির ক্ষেত্রে বিরোধী দল বিজেপির মূল দাবিটি মেনে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই দাবি অনুযায়ী জমি অধিগ্রহণের সঙ্গে সঙ্গে উদ্যোগকারীরা জমি লিজ নিতেও পারবেন। এর ফলে জমির মালিকানা কৃষকদের হাতেই থাকবে। এর থেকে কৃষকদের একটি নিয়মিত বাৎসরিক আয় সুনিশ্চিত হবে।
এখনও দেশে শিল্পের জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে ১৮৯২-এর জমি অধিগ্রহণ আইনটিই প্রচলিত। এই আইনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক চলছিল। ব্রিটিশ আমলের ওই আইনে জমিহারাদের ক্ষতিপূরণের সম্পর্কে সেভাবে কিছু বলা নেই। সংশোধিত বিলে জমিহারাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিয়ে এখনও খুশি নয় বাম ও তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি নেত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন বিলটিকে সমর্থন করবে বিজেপি। স্বভাবতই সংসদের চলতি অধিবেশনেই জমি অধিগ্রহণ বিলটি পাস হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।