OBC সংরক্ষণে নিয়ম বদল করল কেন্দ্র, গঠিত হল কমিশন

Updated By: Aug 23, 2017, 08:08 PM IST
OBC সংরক্ষণে নিয়ম বদল করল কেন্দ্র, গঠিত হল কমিশন

ওয়েব ডেস্ক: অন‍্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের ক্ষেত্রে নিয়মে বদল আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে পরিবারের সদস‍্যরা আর সংরক্ষণের সুবিধা পাবেন না বলে বুধবার নয়া দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সঙ্গে ওবিসিভুক্ত জাতিগুলিকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করার জন্য একটি কমিশন গঠন করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন - রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

এতদিন বার্ষিক ৬ লক্ষ টাকা আয়ে সংরক্ষণের সুবিধা পেত না সেই পরিবারের সদস্যরা। সেই সীমা এদিন আরও ২ লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সংরক্ষণের সুবিধা পাবে পরিবারগুলি।

এছাড়া অন‍্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত জাতিগুলিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সংবিধানের ৩৪০ ধারা অনুসারে একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে সংরক্ষণের সুবিধা সুষম ভাবে বণ্টিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ১২ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে কমিশনকে।

.