বায়ুসেনা দিবসের কুচকাওয়াজে সস্ত্রীক হাজির 'গ্রুপ ক্যাপ্টেন' সচিন

ঠিক চেন বাইশ গজের সেই চেনা মানুষটা। বায়ুসেনার পোশাকে সজ্জিত সচিন তেন্ডুলকর যখন এলেন তখন তিনি যেন কোনও মহাতারকা প্রাক্তন ক্রিকেটার নন, যেন একজন সত্যিকারের সেনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে বায়ুসেনা দিবসে সস্ত্রীক সচিনের উপস্থিত থাকলেন।  এই অনুষ্ঠানে আজ সচিন তেন্ডুলকরকে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টনের খেতাব দেওয়া হল। এভিয়েশন সম্পর্কে কোনও অভিজ্ঞতা ছাড়াই এমন মর্যাদা পাওয়া ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সচিনই প্রথম।

Updated By: Oct 8, 2015, 10:36 AM IST
বায়ুসেনা দিবসের কুচকাওয়াজে সস্ত্রীক হাজির 'গ্রুপ ক্যাপ্টেন' সচিন
ছবি-এএনআই।

ওয়েব ডেস্ক: ঠিক চেন বাইশ গজের সেই চেনা মানুষটা। বায়ুসেনার পোশাকে সজ্জিত সচিন তেন্ডুলকর যখন এলেন তখন তিনি যেন কোনও মহাতারকা প্রাক্তন ক্রিকেটার নন, যেন একজন সত্যিকারের সেনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে বায়ুসেনা দিবসে সস্ত্রীক সচিনের উপস্থিত থাকলেন।  এই অনুষ্ঠানে আজ সচিন তেন্ডুলকরকে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টনের খেতাব দেওয়া হল। এভিয়েশন সম্পর্কে কোনও অভিজ্ঞতা ছাড়াই এমন মর্যাদা পাওয়া ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সচিনই প্রথম।

ভারতীয় বায়ুসেনা পা রাখল ৮৩ বছরে। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।

১৯৩২-র ৮ অক্টোবর প্রথম বায়ূসেনা দিবস পালিত হয়েছিল। তখন ব্রিটিশ সাম্রাজ্যের সহযোগী শক্তি হিসেবে সেবারই প্রথম এই দিবস পালিত হয়েছিল। বর্তমানে ভারতীয় বায়ূসেনার কর্মী সংখ্যা দেড় লক্ষাধিক। বিমানের সংখ্যা ১,৪০০।

.