অর্থনীতির বিকাশ যতটা হওয়ার কথা ছিল তার চেয়েও খারাপ হয়েছে, জানালেন আরবিআই-এর গভর্নর

২০১৯-২০ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে জিডিপি-র পাঁচ শতাংশ বৃদ্ধির হার গত ছয় বছরে সবচেয়ে ধীর গতিতে হয়েছে।

Updated By: Sep 16, 2019, 10:37 PM IST
অর্থনীতির বিকাশ যতটা হওয়ার কথা ছিল তার চেয়েও খারাপ হয়েছে, জানালেন আরবিআই-এর গভর্নর

নিজস্ব প্রতিবেদন: যেমনটা ভাবা গিয়েছিল অর্থাত্ পূর্বাভাস ছিল সেইমতো আর্থিক বৃ্দ্ধি হচ্ছে না। স্পষ্ট জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর মতে, সুদ কমিয়ে চাহিদা বাড়াতে হবে। জিডিপি-র পাঁচ শতাংশ বৃদ্ধি সত্যিই অবাক করেছে তাঁকে। CNBC-TV18 কে দেওয়া এক সাক্ষাত্কারে একথা জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

২০১৯-২০ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে জিডিপি-র পাঁচ শতাংশ বৃদ্ধির হার গত ছয় বছরে সবচেয়ে ধীর গতিতে হয়েছে। বৃদ্ধির হার এত কম কেন? আমরা তা বিশ্লেষণ করছি বলেও জানান শক্তিকান্ত দাস। মানিটারি পলিসি কমিটি (MPC) মন্দার লক্ষণগুলি পরিষ্কারভাবে চিহ্নিত করেছে। আর্থিক ক্রিয়াকলাপের বিষয়টি নির্ভর করে সুযোগ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ওপর।

আরও পড়ুন - পুজোর আগের মাসেও অপরিবর্তিত থাকল পাইকারি মুদ্রাস্ফীতির হার

আরবিআই গর্ভরন আরও বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক তার পূর্বাভাস নির্নায়ক পদ্ধতিগুলি কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়গুলি দেখছে। এদিকে সৌদি আরবে সরকারি তেল সংস্থা আরামকোর দুটি জায়গায় ড্রোন হামলার জেরে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, যা গত চারমাসের মধ্যে সবচেয়ে বেশি। তার প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারে।  

 

Tags:
.