জিএসটির ধাক্কায় বাড়ছে ট্রেনের টিকিটের দাম

জিএসটির ধাক্কায় বাড়ল ট্রেনের টিকিটের দাম। প্রতি টিকিটে একধাক্কায় ০.৫ শতাংশ বেশি টাকা দিতে হবে যাত্রীদের। পাশাপাশি রাজধানী, দুরন্ত, শতাব্দীর মত ট্রেনে বাড়ছে খাবারের খরচও।

Updated By: Jul 12, 2017, 10:39 PM IST
জিএসটির ধাক্কায় বাড়ছে ট্রেনের টিকিটের দাম

ওয়েব ডেস্ক: জিএসটির ধাক্কায় বাড়ল ট্রেনের টিকিটের দাম। প্রতি টিকিটে একধাক্কায় ০.৫ শতাংশ বেশি টাকা দিতে হবে যাত্রীদের। পাশাপাশি রাজধানী, দুরন্ত, শতাব্দীর মত ট্রেনে বাড়ছে খাবারের খরচও।

ট্রেনের ভাড়াতেও এবার জিএসটির কোপ। একধাক্কায় ভাড়া বাড়ছে ট্রেন টিকিটের। সমস্ত এসি কোচেই টিকিটের দাম বাড়ছে। আগে সার্ভিস চার্জ হিসেবে প্রতি টিকিটে দিতে হত ৪.৫ শতাংশ সার্ভিস ট্যাক্স। জিএসটি চালুর পর, সেই ট্যাক্স এখন উঠে যাচ্ছে। বরং ৫ শতাংশ হারে দিতে হবে জিএসটি। অর্থাত্‍ প্রতি টিকিটের জন্য আগের থেকে ০.৫ শতাংশ হারে বেশি ট্যাক্স দিতে হবে যাত্রীদের।

এদিকে, রাজধানী, শতাব্দী, দুরন্ত বা তেজস এর মত ট্রেনের ক্ষেত্রে অবশ্য টিকিট আরও দামী হতে চলেছে। কারণ, এইসব ট্রেনের টিকিটের মধ্যে খাবারের দামও ধরা থাকে। যেহেতু কেটারিং-এ জিএসটি চার্জ আঠেরো শতাংশ করা হয়েছে, সেহেতু খাবারের দামও বাড়বে। এতদিন এই খাতে পনের শতাংশ ট্যাক্স দিতে হত। তা বেড়ে যাওয়ায় মহার্ঘ্য হল এই সমস্ত ট্রেনের টিকিটও।  সাধারণ কামরার ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হচ্ছে না। তবে যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাঁরা পুরনো ভাড়াতেই গন্তব্যে যেতে পারবেন। যাঁরা এখন টিকিট কাটবেন, তাঁদের নতুন হারে ভাড়া গুনতে হবে। (আরও পড়ুন- এই পাত্র-পাত্রীর বিয়ে ভাঙার জন্য 'দায়ী' নরেন্দ্র মোদী! )

.