দেশের মধ্যে প্রথম, গুজরাতে বাধ্যতামূলক করা হল ভোটদান
দেশের মধ্যে প্রথম, গুজরাতে বাধ্যতামূলক হল ভোটদান। আহমেদাবাদে নোটিফিকেশন ইস্যু করে করল আনন্দীবেন পাটেল সরকার।
ওয়েব ডেস্ক: দেশের মধ্যে প্রথম, গুজরাতে বাধ্যতামূলক হল ভোটদান। আহমেদাবাদে নোটিফিকেশন ইস্যু করে করল আনন্দীবেন পাটেল সরকার।
নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীনই গুজরাতের বিধানসভায় এই সংক্রান্ত বিল আনা হয়েছিল।
এবার থেকে সে রাজ্যের বৈধ বাসিন্দা হলেই সমস্ত গ্রাম পঞ্চায়ের, মিউনিসিপাল কর্পোরেশন ও মিউনিসিপালিটি নির্বাচনে ভোট দিতেই হবে।
যারা ভোট দেবেন না তাঁদের শাস্তির সম্মুখীন হতে হবে। তবে ঠিক কী ধরণের শাস্তি হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
গুজরাত স্টেট আর্বান ডেভেলপমেন্ট এবং আর্বান হাউসিং ডিপার্টমেন্ট এই নোটিস অনুযায়ী সাধারণ মানুষের সঙ্গেই জনপ্রতিনিধিদেরো ক্ষেত্রে ভোটদান বাধ্যতামূলক হল। লোকাল বডি ইলেকশনে এবার থেকে তাঁদের অংশগ্রহণ করতেই হবে।