শিক্ষা ও স্বাস্থ্যে পিছিয়ে গুজরাট, জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান
রাজ্য সরকার স্বাস্থ্য খাতে আরও নজর দিচ্ছে। প্রতিটি জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অপুষ্টি ও শিশুমৃত্যু রোধের উপরে বিশেষ জোর দেন
নিজস্ব প্রতিবেদন: গুজরাটের রিপোর্ট কার্ডে লাল দাগ। রাজ্যে শিল্পায়নে জোয়ার আসলেও স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে নরেন্দ্র মোদীর গুজরাট। এমনই জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।
রবিবার রাজীব কুমার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে গুজরাত অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই পিছিয়ে। রাজ্যে শিল্প, বিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’
আরও পড়ুন-গন্ধ পেয়ে দরজা ভাঙতেই উদ্ধার বৃদ্ধার পচাগলা 'নগ্ন' দেহ! পাশেই বসে ছেলে
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আরও জানান, ‘রাজ্য সরকার স্বাস্থ্য খাতে আরও নজর দিচ্ছে। প্রতিটি জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অপুষ্টি ও শিশুমৃত্যু রোধের উপরে বিশেষ জোর দেন। এর জন্য বাজেট বরাদ্দও বাড়ানো হয়েছে।‘
এদিকে, রাজ্যে একটি শিল্পতালুক গড়তে রাজ্য সরকারকে সাহায্য করবে নীতি অয়োগ। কান্দালা ও জামনগরের মধ্যে তৈরি হচ্ছে একটি কোস্টাল ইকোনমিক জোন। বিষয়টি নিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথা বলবেন বলে জানান রাজীব কুমার।