খাদ্য নিরাপত্তা কর্মসূচি কার্যকর না করায় সুপ্রিম কোর্টের তোপের মুখে গুজরাট

খাদ্য নিরাপত্তা কর্মসূচি কার্যকর না করায় সুপ্রিম কোর্টের তোপের মুখে গুজরাট। ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, গুজরাট কি দেশের বাইরে? সেখান কেন খাদ্য নিরাপত্তা কর্মসূচি কার্যকর করছে না রাজ্য সরকার? তাঁর প্রশ্ন, এব্যাপারে সংসদই বা কি করছে? পাশাপাশি, খরাপীড়িত রাজ্যগুলি এনআরইজিএ, খাদ্য নিরাপত্তা কর্মসূচি ও মিড ডে মিল কর্মসূচি কতদূর কার্যকর করছে, সেবিষয়েও রিপোর্ট দেওয়ার জন্য কেন্দ্রকে  নির্দেশ দিয়েছে বিচারপতি মদন বি লোকুরের বেঞ্চ। দশ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে এবিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার , হরিয়ানা ও ছত্তিসগড়ের বেশকিছু এলাকা ইতিমধ্যেই খরাপীড়িত। অথচ সেই সব এলাকার বাসিন্দাদের জন্য  কোনও ব্যবস্থাই নেয়নি সংশ্লিষ্ট রাজ্য সরকার, এই মর্মে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি প্রসঙ্গেই আজ গুজরাট সরকারের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

Updated By: Feb 1, 2016, 10:02 PM IST
খাদ্য নিরাপত্তা কর্মসূচি কার্যকর না করায় সুপ্রিম কোর্টের তোপের মুখে গুজরাট

ওয়েব ডেস্ক: খাদ্য নিরাপত্তা কর্মসূচি কার্যকর না করায় সুপ্রিম কোর্টের তোপের মুখে গুজরাট। ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, গুজরাট কি দেশের বাইরে? সেখান কেন খাদ্য নিরাপত্তা কর্মসূচি কার্যকর করছে না রাজ্য সরকার? তাঁর প্রশ্ন, এব্যাপারে সংসদই বা কি করছে? পাশাপাশি, খরাপীড়িত রাজ্যগুলি এনআরইজিএ, খাদ্য নিরাপত্তা কর্মসূচি ও মিড ডে মিল কর্মসূচি কতদূর কার্যকর করছে, সেবিষয়েও রিপোর্ট দেওয়ার জন্য কেন্দ্রকে  নির্দেশ দিয়েছে বিচারপতি মদন বি লোকুরের বেঞ্চ। দশ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে এবিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার , হরিয়ানা ও ছত্তিসগড়ের বেশকিছু এলাকা ইতিমধ্যেই খরাপীড়িত। অথচ সেই সব এলাকার বাসিন্দাদের জন্য  কোনও ব্যবস্থাই নেয়নি সংশ্লিষ্ট রাজ্য সরকার, এই মর্মে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি প্রসঙ্গেই আজ গুজরাট সরকারের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

 

.