দেবভূমিতে গুরুদ্বারে নমাজ পড়লেন মুসলিমরা
ওয়েব ডেস্ক: দেবভূমিতে সম্প্রীতির অনন্য নজির। উত্তরাখণ্ডের জোশীমঠে নমাজের জন্য খুলে দেওয়া হল স্থানীয় গুরুদ্বার। সেইখানেই নমাজ পড়লেন নমাজিরা।
ইদ-উল-জোহার নমাজপাঠের জন্য শতাধিক মানুষ মাঠে জড়ো হয়েছিলেন। কিন্তু আগের দিন রাতে বৃষ্টির জন্য মাঠে জল জমে গিয়েছিল। ফলে নমাজপাঠ সম্ভব নয়। এরপরই মুসলিমদের জন্য খুলে দেওয়া হয় স্থানীয় গুরুদ্বারের দরজা। পাঁচশোরও বেশি মানুষ নমাজ পড়েছেন। শ্রী হেমকুন্ড সাহিব গুরুদ্বারের ম্যানেজার বুটা সিং জানান, সকালে বৈঠকে বসেন মুসলিম সম্প্রদায়ের লোকজন ও গুরুদ্বারের ম্যানেজিং কমিটির সদস্যরা। হিন্দু, মুসলিম -সবার জন্যই খোলা গুরুদ্বার।
Uttarakhand-Devotees offered prayers at a Gurudwara in Joshimath as they were unable to do it at Gandhi Maidan due to heavy rains #EidAlAdha pic.twitter.com/FIzQientks
— ANI (@ANI) September 2, 2017
জোশীমঠ মুসলিম কমিটির আধিকারিক সেলিম রাজার কথায়, “ময়দানে নমাজ পড়া সম্ভব ছিল না। সেজন্যই আমরা গুরুদ্বারের কাছে আর্জি জানাই।” এর আগে ২০১২ সালে ২০ অগাস্টও মুসলিমরা গুরুদ্বারে নমাজ পড়েছিলেন। চামোলি জেলায় পড়ে জোশীমঠ। এই জেলাতেই রয়েছে হিন্দুতীর্থ বদ্রীনাথ।
আরও পড়ুন, নীতীশকে কলা দেখিয়েছেন নরেন্দ্র মোদী: লালুপ্রসাদ যাদব