CRPF-দের উপর হামলার চক্রী আসলে হাফিজ সইদের জামাই: রিপোর্ট
সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, কিছুদিন আগেই জম্বু-কাশ্মীরে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের উপর হামলার পেছনে ছিল জামাত-উদ্-দাওয়া প্রধান হাফিজ সইদের জামাই ফলিদ ওয়ালেদের মাথা।
ওয়েব ডেস্ক: সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, কিছুদিন আগেই জম্বু-কাশ্মীরে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের উপর হামলার পেছনে ছিল জামাত-উদ্-দাওয়া প্রধান হাফিজ সইদের জামাই ফলিদ ওয়ালেদের মাথা।
শ্রীনগর থেকে ১৬ কিলোমিটার দূরে সিআরপিএফ কনভয়ের উপরে হওয়া ওই হামলায় আট জন জওয়ান শহীদ হন এবং গুরুতর আহত হন ২১ জন। আক্রমণকারী জঙ্গীরা সংখ্যায় ছিল চার জন। এরমধ্যে ২ জন জঙ্গী ঘটনাস্থেলই মারা যায় আর বাকী দু'জন পালিয়ে যায়।
মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে পূর্ণ সদস্য হিসেবে যোগ নয়াদিল্লির
টাইমস অফ্ ইন্ডিয়া'র আজকে প্রকাশিত রিপোর্ট অনুসারে খালিদ ওয়ালেদ গোটা ঘটনার মাস্টার মাইন্ড হলেও তার দুই সহযোগী হানজ্লা আদনান এবং সাজিদ জাট জঙ্গীদের হ্যান্ডলার হিসাবে কাজ করেছিল। এছাড়া এই আক্রমণের পরিকল্পনা সফল করতে রসদ জুগিয়েছিল লস্কর-এ-তৈবা'র দক্ষিণ কাশ্মীরের কম্যান্ডার আবু দুজানা।