যাত্রীদের খাবার চুরি করে খাচ্ছেন বিমানসেবিকা, হরভজনের টুইট করা ভিডিওয় শোরগোল
হরভজনের ট্যুইট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, যাত্রীদের জন্য সাজানো খাবার থেকে চামচ দিয়ে তুলে খাচ্ছেন এক বিমানসেবিকা। ট্যুইটে হরভজন লিখেছেন, 'এর পর থেকে বিমানযাত্রার সময় পাতে মুরগির মাংস কম পড়লে ভাববেন না এটা বিমান সংস্থার খরচ কমানোর ফিকির।'
ওয়েব ডেস্ক: ভারতীয় বিমানসংস্থাগুলিকে নিয়ে যাত্রীদের নালিশের শেষ নেই। কখনো বিমান দেরিতে ছাড়ার অভিযোগ তো কখনো যাত্রীর ওপর গুন্ডাগিরি, একের পর এক অভিযোগে বিদ্ধ বিমানসংস্থাগুলি। তাই বলে যাত্রীদের খাবার চুরির অভিযোগ! তাও আবার বিমানসেবিকাদের বিরুদ্ধেই। ক্রিকেটার হরভজন সিং-এর ট্যুইটে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - বিষাক্ত চা খেয়ে মৃত্যু হল ৩ জনের
হরভজনের ট্যুইট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, যাত্রীদের জন্য সাজানো খাবার থেকে চামচ দিয়ে তুলে খাচ্ছেন এক বিমানসেবিকা। ট্যুইটে হরভজন লিখেছেন, 'এর পর থেকে বিমানযাত্রার সময় পাতে মুরগির মাংস কম পড়লে ভাববেন না এটা বিমান সংস্থার খরচ কমানোর ফিকির।'
আরও পড়ুন - সুন্দরবনে জালে 'দৈত্যাকৃতি' মাছ, দেখুন ভিডিও
তবে এটি কোন উড়ানের ছবি তা অবশ্য স্পষ্ট হয়নি। ট্যুইটে কিছু জানাননি হরভজনও। চেনা যাচ্ছে না বিমানসেবিকাকেও। অল্প আলোয় তোলা ভিডিওটিও যথেষ্ট ঘোলাটে।
দেখুন সেই ভিডিওটি -
If you get less chicken on your plane, don’t think the airline is cost-cutting. Maybe something else pic.twitter.com/a1fLAvKJ39
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 12, 2018