স্বচ্ছভাবমূর্তির হর্ষ বর্ধনকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল বিজেপি

দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে হর্ষ বর্ধনের নাম ঘোষণা করল বিজেপি। আজ সংসদীয় বোর্ডের বৈঠকে হর্ষ বর্ধনের নামে শীলমোহর দেওয়া হয়। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের স্বচ্ছভাবমূর্তিকে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনে সাফল্য আশা করছে বিজেপি।

Updated By: Oct 23, 2013, 05:15 PM IST

দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে হর্ষ বর্ধনের নাম ঘোষণা করল বিজেপি। আজ সংসদীয় বোর্ডের বৈঠকে হর্ষ বর্ধনের নামে শীলমোহর দেওয়া হয়। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের স্বচ্ছভাবমূর্তিকে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনে সাফল্য আশা করছে বিজেপি।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে সামনে রেখে দিল্লি বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি? দলের অন্দরে এই টানাপোড়েন চলছিল বেশকয়েকদিন ধরে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর অন্যতম দাবিদার ছিলেন দিল্লি বিজেপি সভাপতি বিজয় গোয়েল। দলের একাংশ অবশ্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাইছিল। হর্ষবর্ধনকে ঠেকাতে আসরে নেমেছিলেন বিজয় গোয়েল। সরাসরি রাজনাথ সিং, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাও চালান তিনি। শেষমেষ হর্ষ বর্ধনের নামে শীলমোহর দিল বিজেপির সংসদীয় বোর্ড।
অন্তর্দ্বন্দ্বের ছায়া যাতে না পড়ে এদিন অবশ্য সে বিষয়ে সতর্ক ছিলেন বিজয় গোয়েল।
হর্ষ বর্ধনের নেতৃত্বে নির্বাচনে গেলেও বিজেপির সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ।
বিজেপির এই নির্বাচনকে কটাক্ষ করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লিতে কংগ্রেসের পনের বছরের কুর্সির অবসান ঘটাতে স্বচ্ছভাবমূর্তির হর্ষবর্ধনকে সামনে রেখে নির্বাচনে লড়তে চাইছে বিজেপি। চিকিত্‍সক হিসেবে মধ্যবিত্তের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে বিজেপির এই প্রাক্তন বিধায়কের। পোলিও দূরীকরণে একটা সময় বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। দলের একাংশের দাবি, জনমানসে সার্বিক গ্রহণযোগ্যতা, দুর্নীতির উর্ধ্বে থাকা এই মুখকে কাজে লাগিয়েই দিল্লির মাটিতে সুদিনের আশা করছে বিজেপি।

.